Kolkata news: অভিযোগ, 'বাকিতে' বিরিয়ানি না দিতে চাওয়ায় প্রথমে হুমকি দিলেও পরে দোকান ভাঙচুর করেন ওই স্থানীয় তৃণমূল কর্মী। এখানেই থামেননি ওই তৃণমূল কর্মী। দোকানের মালিক রূপম বিশ্বাসকে উইকেট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেন ।
Biriyani Seller Attacked: নিউটাউনের একটি জনপ্রিয় বিরিয়ানির দোকানে মঙ্গলবার রাতে ভয়ঙ্কর গোলযোগের ঘটনা ঘটেছে। বাকিতে বিরিয়ানি (Biriyani) দিতে রাজি না হওয়ায় মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় দোকান মালিককে। এই ঘটনায় অভিযোগের আঙ্গুল উঠেছে এক তৃণমূল কর্মীর (TMC workers) বিরুদ্ধে। অভিযোগ, রাত ১০টা নাগাদ এলাকার এক তৃণমূল কর্মী অজয় সর্দার দোকানে এসে ১০ প্লেট বিরিয়ানির অর্ডার দেন। কিন্তু, তিনি জানান যে, তিনি টাকা দিতে পারবেন না। এক প্রকার জোরজুলুম শুরু করেন তিনি। দোকানদার জানান, বিরিয়ানি পেতে গেলে টাকা দিতেই হবে। অজয় সর্দার 'বাকিতে' বিরিয়ানি দিতে বলেন, এখন টাকা-পয়সা দেওয়া হবে না বলতেই শুরু হয় বচসা। ব্যবসায়ীর অভিযোগ, 'বাকিতে' বিরিয়ানি না দিতে চাওয়ায় প্রথমে হুমকি দিলেও পরে দোকান ভাঙচুর করেন ওই স্থানীয় তৃণমূল কর্মী। এখানেই থামেননি ওই তৃণমূল কর্মী। দোকানের মালিক রূপম বিশ্বাসকে উইকেট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় টেকনোসিটি থানায় (Technocity Police Station) অভিযোগ দায়ের হয়েছে। এখনও অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ।
এই ঘটনা কিন্তু রাজ্যে মোটেও প্রথম নয়। এর আগেও হাওড়ার একটি জায়গায় বিরিয়ানির দোকানে দাদাগিরি দেখানোর অভিযোগ উঠেছিল। গত বছর এপ্রিলে মধ্য হাওড়ার টিকিয়াপাড়ার বেলিলিয়াস রোডে এমনই গণ্ডগোল বাঁধে একটি বিরিয়ানির দোকানে । সেই ঘটনায় রাতে উত্তর হাওড়ার পিলখানার দুই যুবক ওই দোকানে বিরিয়ানি কিনতে এসে গণ্ডোগোলে জড়িয়ে পড়ে। সেই ঘটনায় বিরিয়ানির দাম নিয়ে বচসা শুরু হয় দোকানের মালিকের সঙ্গে। তখনকার মতো ব্যাপারটা মিটে গেলেও শোধ নিতে পরদিন বিকালে ওই দুজন যুবক এলাকার আরও বেশ কয়েক জন যুবককে নিয়ে চড়াও হন ওই দোকানে। রীতিমতো হাতাহাতি থেকে দোকান মালিককে কিল, চড় এবং ঘুষিতে আহত করেছিল ওই যুবকরা।
২০২২ সালে শ্যুটআউটের ( Shoot Out) ঘটনা ঘটে ব্যারাকপুরে ভিড়ে ঠাসা এক জনপ্রিয় বিরিয়ানির দোকানে। সেই ঘটনায় বিরিয়ানি দোকানের কর্মী ও ১ জন ক্রেতাও গুলিবিদ্ধ হয়েছিলেন। এছাড়াও ব্যারাকপুর-বারাসাত রোডের মোহনপুরে শ্যুটআউটের ঘটনাটি ঘটে। বিরিয়ানি দোকান লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়েছিল অজ্ঞাত পরিচয় বাইকআরোহীরা। এলোপাথাড়ি গুলিতে আহত হয়েছিলেন দোকানের কর্মী ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


