- Home
- West Bengal
- West Bengal News
- সকাল থেকেই মেঘে ঢাকা আকাশ, আজ বৃষ্টিতে ভেসে যাবে এই ৫ জেলা! জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট
সকাল থেকেই মেঘে ঢাকা আকাশ, আজ বৃষ্টিতে ভেসে যাবে এই ৫ জেলা! জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট
বৃষ্টির তাণ্ডব রাজ্যে। আজ অর্থাৎ শনিবার সারাদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ফলে পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে উঠতে চলেছে। মৌসুমী অক্ষরেখার দাপটে দুর্যোগের লাল সতর্কতা ৫ জেলায়। দেখে নিন কেমন থাকবে সারাদিন।

দুর্যোগের মুখে দাঁড়িয়ে বাংলা। এক নাগাড়ে টানা বৃষ্টিপাতের ফলে জল থৈথৈ অবস্থা হয়ে গিয়েছিল সর্বত্র। ভাসছিল কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ। মৌসুমী অক্ষরেখার দাপটে দুর্যোগের লাল সতর্কতা ৫ জেলায়। বুধবার বিকেলের পর বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলায় দুর্যোগ ধেয়ে আসছে?
তবে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আলিপুরের বুলেটিন অনুযায়ী, শনিবার কলকাতায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। এ ছাড়া একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।
তবে এবার প্রকৃতির তাণ্ডব খেলা শুরু হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আজ শনিবার থেকে উত্তরবঙ্গে মৌসুমী অক্ষরেখার প্রভাবে প্রবল বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে পর্যটক ও বাসিন্দাদের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করা হয়েছে।
আজ থেকে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখার প্রভাবে এদিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত পেতে পারে বহু জেলা। এদিন অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। এছাড়া বাদবাকি জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।
রবিবার অর্থাৎ ছুটির দিনে কেমন থাকবে বাংলার আবহাওয়া? এদিনও উত্তরবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির জন্য লাল-কমলা সতর্কতা জারি করা হয়েছে। এদিন লাল সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়, কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়।
এছাড়া বৃষ্টির তাণ্ডব চলবে উত্তর দিনাজপুর এবং মালদা জেলায়। অন্যদিকে দক্ষিণবঙ্গের কথা বললে, এদিন বীরভূম, মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হাওড়া, হুগলী, বাঁকুড়া, নদীয়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

