TMC MLA Humayun Kabir: কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল (Kaliganj by poll results) প্রকাশের পর বোমার আঘাতে প্রাণ হারানো নাবালিকার বাড়িতে গিয়ে টাকা দিতে গিয়ে তীব্র বিতর্কে ডেবরার তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীর।
Humayun Kabir show caused: বুধবার কালীগঞ্জের (Kaliganj) মোলান্দি (Molandi) গ্রামে তামান্না খাতুনের (Tamanna Khatun) বাড়িতে গিয়ে যে আর্থিক সাহায্য দিতে চাইবেন ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir), সে বিষয়ে কিছু জানত না তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতৃত্ব। বিধায়ক দলকে কিছু না জানিয়ে আগ বাড়িয়ে বোমার আঘাতে নিহত নাবালিকার পরিবারকে টাকা দিতে চেয়েছিলেন। তামান্নার মা সাবিনা বিবি সেই আর্থিক সাহায্য নিতে অস্বীকার করেন। ফলে বিড়ম্বনার মুখে পড়েন হুমায়ুন। এই ঘটনা ভালোভাবে নিচ্ছে না রাজ্যের শাসক দল। দলকে না জানিয়ে এই কাজ করায় ডেবরার বিধায়ককে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হল। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বৃহস্পতিবার জানিয়েছেন, হুমায়ুনকে ৭২ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
কী বলছেন হুমায়ুন?
ডেবরার বিধায়ক জানিয়েছেন, তিনি একটি এনজিও-র সঙ্গে যুক্ত। সেই এনজিও-র পক্ষ থেকেই তামান্নার পরিবারকে আর্থিক সাহায্য করতে গিয়েছিলেন। এ বিষয়ে দলকে কিছু জানাননি। তবে দলের কাছ থেকে এখনও কারণ দর্শানোর নোটিস পাননি বলে জানিয়েছেন হুমায়ুন। তিনি দলের পক্ষ থেকে চিঠি পেলে জবাব দেবেন।
পুলিশের বিরুদ্ধে ক্ষোভ তামান্নার পরিবারের
তামান্নার মা-বাবা এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছেন। তাঁদের দাবি, সিপিআইএম-কে (CPIM) ভোট না দেওয়ার জন্য তাঁদের হুমকি দেওয়া হয়েছিল। তারপরেও কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে সিপিআইএম-কে ভোট দেওয়ায় প্রতিহিংসার বশে বোমা মেরে তাঁদের মেয়েকে মেরে ফেলা হল। পুলিশ তাঁদের নিরাপত্তার জন্য কোনওরকম ব্যবস্থা করেনি বলে দাবি তামান্নার পরিবারের। এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। প্রশাসন ও শাসক দলকে আক্রমণ করেছে বিরোধী দলগুলি। এই পরিস্থিতিতে পশ্চিম মেদিনীপুরের ডেবরার বিধায়ক হয়ে নদিয়া জেলার কালীগঞ্জে তামান্নার বাড়িতে গিয়ে দলকে বিড়ম্বনায় ফেলা নিয়ে হুমায়ুনের উপর বিরক্ত শাসক দল। এই কারণেই তাঁকে কারণ দর্শাতে বলা হয়েছে। এ বিষয়ে দায় নিতে নারাজ শাসক দল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


