সংক্ষিপ্ত

সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্ষণ ও খুনের ঘটনায় কঠোর সাজা দিয়েছে আদালত। এবার কয়েক বছরের পুরনো অপরাধের ঘটনাতেও সাজা দিল আদালত।

আর জি কর মেডিক্যাল কলেজের পর নদিয়ার রানাঘাট। রাজ্যে ফের ধর্ষণ করে খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। একাকী এক বৃদ্ধাকে গণধর্ষণের পর খুনের ঘটনায় শুভঙ্কর শিকদার ও তনু সরকার নামে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিল রানাঘাট মহকুমা দেওয়ানি ও ফৌজদারি আদালত। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৮ সালের ১৮ মে রানাঘাটে ৬৫ বছর বয়সি বৃদ্ধাকে গণধর্ষণের পর খুন করা হয়। রানাঘাট থানা অঞ্চলে রেললাইন সংলগ্ন পাড়ায় ওই বৃদ্ধা একাই বাড়িতে থাকতেন। বৃদ্ধার একমাত্র মেয়ের শ্বশুরবাড়ি তাঁর বাড়ি থেকে বেশি দূরে নয়। এই বৃদ্ধার মেয়ে নিয়মিত মায়ের খোঁজ নিতে দেখেন। এই নৃশংস ঘটনার পর তিনি মাকে দেখতে গিয়ে আবিষ্কার করেন, বাড়ির দরজা খোলা। ঘরের মেঝেতে অর্ধনগ্ন ও অচৈতন্য অবস্থায় পড়েছিলেন বৃদ্ধা। তাঁর সারা শরীরে ক্ষতচিহ্ন ছিল। এরপরেই প্রতিবেশীদের সাহায্য নিয়ে বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যান তাঁর মেয়ে। কিন্তু চিকিৎসকরা জানান, আগেই তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টে জানা যায়, ওই বৃদ্ধাকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনাতেই শনিার সাজা দিল রানাঘাট মহকুমা আদালত।

ঠিক কী ঘটেছিল?

সরকারি আইনজীবী মিলনকুমার সরকার বলেন, ‘ঘটনার রাতে এই বৃদ্ধা শৌচাগারে যাওয়ার জন্য ঘরের দরজা খুলেছিলেন। সেই সুযোগেই ঘরে ঢুকে পড়ে শুভঙ্কর ও তনু। তারা এই বৃদ্ধাকে গণধর্ষণ করে। পরদিন সকালে বৃদ্ধার মেয়ে যখন মায়ের খোঁজ নিতে যান, তখন তিনি দুই অপরাধীকে দেখতে পান। কোনওমতে নিজেদের জামাকাপড় পরতে পরতে বাড়ি থেকে বেরিয়ে আসছিল তারা। এই মামলার শুনানিতে একাধিক ব্যক্তির সাক্ষ্য নেওয়া হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে গণধর্ষণ এবং খুনের মামলা রুজু করা হয়েছিল। শুক্রবার বিচারক সৌমেন গুপ্ত তাদের দোষী সাব্যস্ত করেন। শনিবার তাদের যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে।'

মুম্বই থেকে গ্রেফতার অপরাধীরা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার মেয়ে রানাঘাট থানায় গণধর্ষণ ও খুনের অভিযোগ দায়ের করেন। এরপর তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে জানা যায়, দুই অপরাধী মুম্বইয়ে পালিয়ে গিয়েছে। তারা মুম্বই থেকে নেপালে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সে বিষয়েই রানাঘাটে এক পরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে শুভঙ্কর ও তনু। সেই ফোনের সূত্র ধরেই মুম্বই থেকে দুই অপরাধীকে গ্রেফতার করে পুলিশ

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনায় সাজা ঘোষণা, সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড

জয়নগরের পর ফারাক্কা, নাবালিকাকে ধর্ষণ করে খুনে ২ মাসের মধ্যে বিচার, মৃত্যুদণ্ড-যাবজ্জীবন কারাবাস

১১ বছর কারাগারে কাটিয়ে, বাইরে এলেন ধর্ষণে অভিযুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আশারাম বাপু