ম্যাগলেভ ট্রেন প্রযুক্তি ভারতীয় রেলের বিপ্লব, ভারতের গর্ব। শুধু বুলেট ট্রেন নয়, বিমানের গতিকেও হার মানিয়ে বিশ্বের দ্রুততম ট্রেনের সাক্ষী ভারত নিজে।
বিমানের গতিকে টেক্কা দিতে আসছে পৃথিবীর দ্রুততম ট্রেন – ম্যাগলেভ। ভবিষ্যতের যাত্রী পরিবহণকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিতে প্রস্তুত এই ট্রেন। ভারতে এবার এই অত্যাধুনিক ম্যাগলেভ (Maglev) প্রযুক্তির রেল ব্যবস্থা চালু হওয়ার ইঙ্গিত মিলছে। কলকাতা থেকে শিলিগুড়ির দূরত্ব, যা ট্রেনে ৮-১০ ঘন্টা সময় নেয়, এবার সেই পথই পাড়ি দেওয়া যাবে মাত্র ১ ঘন্টায়।
ট্রেনের গতি ও প্রযুক্তি
নতুন এই ট্রেনের গতি ঘণ্টায় ৬০০ কিমি, এবং পরীক্ষামূলকভাবে সর্বোচ্চ গতিবেদ হতে পারবে ১০০০ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত।
তুলনামূলকভাবে, একটি বাণিজ্যিক বিমানের গতি ৮৮৫–৯২৫ কিমি প্রতি ঘণ্টা হয়ে থাকে। সেখানে এই ট্রেন এখন বিমানের গতিকেও চ্যালেঞ্জ জানাতে সক্ষম।
Maglev (Magnetic Levitation) প্রযুক্তির সহায়তায় ভ্যাকুয়াম লাইনের ওপর ভাসমান অবস্থায় চলবে ট্রেন, যাতে গতিবেগ বেড়ে যায়। সরাসরি ট্র্যাকে স্পর্শ করবে না, ফলে কম্পন ও শব্দ কম হবে, আরামদায়ক হবে যাত্রা।
আর কোথায় দেখা যায় এই ট্রেন?
এই ধরনের ট্রেন প্রযুক্তি এখন চিন, জাপান, ও দক্ষিণ কোরিয়া-তে ব্যবহৃত হচ্ছে। চীনের সাংহাই ম্যাগলেভ ট্রেন বর্তমানে বিশ্বের দ্রুততম বাণিজ্যিক ট্রেন, যার গতিবেগ ৪৩০ থেকে ৬০০ কিমি প্রতি ঘণ্টা।
ভারতেও প্রথম কলকাতা–শিলিগুড়ি রুটে এই প্রযুক্তি বাস্তবায়িত হওয়ার কথা চলছে। বাস্তবায়িত হলে হলে ১ ঘন্টার মধ্যে পার করা সম্ভব হবে ৫৫৭ কিমির পথ।


