সংক্ষিপ্ত

লটারির টিকিট কিনে সর্বস্বান্ত হয়েছেন বহু মানুষ। বনগাঁর এক যুবক কয়েক লক্ষ টাকার টিকিট কিনে সামান্য পুরস্কার পেয়েছেন। গাইঘাটার এক যুবক লটারির নেশায় প্রচুর টাকা দেনা করে আত্মহত্যা করেছেন।

কদিন ধরে খবরে লটারি কেলেঙ্কারি। এই জালিয়াতির খবর নজর কেড়েছে সকলের। এবার সামনে এল একাধিক ঘটনা। লটারির জালে সর্বস্বান্ত হয়েছেন বহু মানুষ। প্রকাশ্যে এমনই কিছু ব্যক্তির কথা।

বনগাঁর এক যুবক কৌতূহলবশত একটি লটারির টিকিট কেটেছিস। ৩০ টাকা দিয়ে টিকিট কেটে পেয়েছিল ২২৫০ টাকা। তাতে তাঁর আগ্রহ বাড়তে থাকে। ৩ মাসে কয়েক লক্ষ টাকার টিকিট কেটে ফেলে। পুরস্কার মিলেছে সামান্য। সেই যুবক বলেন, ‘লটারির টিকিটে অনেক টাকা চলে গিয়েছে। আমার লাভের টাকার দরকার নেই। যে টাকা চলে গিয়েছে, সেই টাকা তুলতে পারলেই টিকিট কাটা ছেড়ে দেব। বড় অঙ্কের টাকা পুরস্কার জেতার অপেক্ষায় আছি।’

গাইঘাটার এক যুবকও পড়েছেন এই ফাঁদে। তাঁর পকেট থেকে গুচ্ছ গুচ্ছ লটারির টিকিট উদ্ধার করেছে তাঁর স্ত্রী। যুবক কথা দিয়েছিল টিকিট কাটা বন্ধ করে দেবে কিন্তু করেনি। এই লটারির নেশায় প্রচুর টাকা দেনা করেছে সে। মানসিক অবসাদে ভুগে শেষে আত্মহত্যা করে।

বনগাঁয় এক ৩০ বছরের যুবক ১ কোটি টাকা পাওয়ার আশায় টিকিট কাটত। সে বলে, ১ কোটি টাকা পাব মনে করে যত টাকার টিকিট কেটেছি, তাতে মন হয় এক কোটি টাকা বেরিয়ে গিয়েছে। পুরস্কার মিলেছে মাত্র কয়েক লক্ষ টাকা।

এমনই একাধিক ব্যক্তির কথা সামনে এসেছে। কেউ লটারি জেতার নেশায় লক্ষ লক্ষ টাকা খুইয়েছেন তো এই নেশা কেড়ে নিয়েছে কারও প্রাণ। এ প্রসঙ্গে এক মনোরোগ বিশেষজ্ঞ জানান, কর্মহীনতা, মূল্যবৃদ্ধি এবং জীবনযাত্রার পরিবর্তন মানুষকে দিশেহারা পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। মানুষ হঠকারি সিদ্ধান্ত নিচ্ছে। অনেকে লটারির নেশাতেও আসক্ত হয়ে পড়ছে।