West Bengal News: উৎসবের মরশুম শেষ হতে না হতেই বঙ্গে ফের প্লাবনের আশঙ্কা। বানভাসি বাংলার পরিস্থিতি নিয়ে তড়িঘড়ি বৈঠক মুখ্যসচিবের। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
West Bengal News: ডিভিসি'র জলে প্লাবনের আশঙ্কা। জেলা শাসকদের সঙ্গে বৈঠক করলেন মুখ্য সচিব মনোজ পন্থ। হুগলি, পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের সব জেলার জেলাশাসককে সতর্ক থাকার নির্দেশ দিলেন মুখ্য সচিব। রবিবার পর্যন্ত বাংলায় বৃষ্টি হবে বলে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
নিম্নচাপের জন্য উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় দুর্যোগ বাড়ার আশঙ্কা। জেলা শাসকদের বন্যা পরিস্থিতি তৈরি হলে তৎক্ষণাৎ নবান্নে জানানোর নির্দেশ। দার্জিলিং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হবে। ২০০মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার পূর্বাভাস জারি।
কী বললেন মুখ্যসচিব?
অন্যদিকে, একদিকে নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টি। অন্যদিকে ডিভিসির ছাড়া জলে নদীগুলির বানভাসি অবস্থা। রীতিমতো বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পুজোয় ডিভিসির ছাড়া জল আর ঘূর্ণাবর্তেপ প্রভাবে প্রবল বৃষ্টিতে প্লাবিত শহর কলকাতা সহ মফস্বল অঞ্চল। যা নিয়ে ফের ডিভিসি-কে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার একাদশী তিথিতে ডিভিসি-র ছাড়া জলে রাজ্যের বানভাসি পরিস্থিতির কথা তুলে ধরে দীর্ঘ একটি বার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রাজ্যের সর্বোচ্চ নেত্রী। তিনি অভিযোগ করে জানান যে, এটা কোনও প্রাকৃতিক বিপর্যয় নয়। এটা ডিভিসি-র তৈরি বিপর্যয়। এভাবে বাংলাকে তিনি বিসর্জন হতে দেবেন না বলেও স্পষ্ট জানান মুখ্যমন্ত্রী। রাজ্যজুড়ে প্লাবন পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ডিভিসি-কে একহাত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি লেখেন, ‘'বিজয়া দশমী মানে দুর্গাপুজোর শেষ। আনন্দ, উল্লাস এবং নতুন আশার সময়। শান্তিপূর্ণভাবে বাংলাবাসীকে উৎসব উদযাপন করতে দেয়নি ডিভিলি। কারণ, রাজ্যকে নোটিস না দিয়ে ৬৫ হাজার কিউসেক জল ছেড়েছে তারা। উৎসবের সময় ইচ্ছাকৃতভাবে দুর্দশার পরিস্থিতি তৈরি করা ছাড়া আর কিছু নয়।''
তিনি আরও বলেন, ‘’এই ধরনের আচরণ লজ্জাজনক। এবং অবশ্যই অগ্রহণীয়। কাউকে না জানিয়ে জল ছাড়ার ফলে লক্ষ লক্ষ মানুষের জীবন বিপদের মুখে ঠেলে দিয়েছে ডিভিসি। এটা কোনও প্রাকৃতিক বিপর্যয় নয়। এটা ডিভিসির দ্বারা তৈরি করা বিপর্যয়। আমি স্পষ্ট করে বলতে চাই, আমি বাংলাকে বিসর্জন দিতে দেব না। বাংলাবিরোধী যেকোনও ষড়যন্ত্র সমস্ত শক্তি দিয়ে রুখে দাঁড়াব। সত্যের জয় হবে। অপশক্তির বিরুদ্ধে সত্যের জয় হবেই।''
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


