WB SSC Exam 2025: দুর্নীতি থেকে চাকরি বাতিল। বিস্তর মামলা মোকদ্দমার পর অবশেষে রবিবার শুরু হয়েছে দীর্ঘ নয় বছর পর এসএসসি। কী বলছেন পরীক্ষার্থীরা? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

WB SSC Exam 2025: নানা টালবাহানার পর অবশেষে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা অর্থাৎ এসএসসি শুরু হল রবিবার। দীর্ঘ নয় বছর পর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা শুরু হলেও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন পরীক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকরা। রবিবার সকাল থেকেই রাজ্যর বিভিন্ন জেলার স্কুলে এসএসসি পরীক্ষার্থীরা পৌঁছে গিয়েছেন নির্দিষ্ট সময়ের মধ্যেই। এই বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৬৫ হাজারের বেশি। এরমধ্যে রবিবার ৩ লক্ষ ১৯ হাজারের বেশি পরীক্ষার্থী পরীক্ষায় বসেছেন

সকাল দশটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে সব পরীক্ষার্থীকে। এরকমই নির্দেশিকা জারি করেছিল এসএসসি বোর্ড ।পরীক্ষা কেন্দ্র ঢোকার শেষ সময় ১১:৪৫ । পরীক্ষা শুরু হবে ঠিক বারোটায় । তার আগে সাড়ে দশটার মধ্যেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাবে প্রশ্নপত্র এমনটাই কমিশন জানিয়েছে ।

রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি হুগলি জেলার আরামবাগ মহকুমায় ছটি স্কুলে হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা । এখানকার আরামবাগ হাইস্কুলেও চলছে পরীক্ষা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে এসেছে। মেটাল ডিটেক্টর মেশিন দিয়ে চার বার চেকিং করে পরীক্ষার্থীদেরকে প্রবেশ করানো হচ্ছে সেন্টারে ।

দীর্ঘ নয় বছর পর পরীক্ষায় বসার আগে পরীক্ষার্থীরা জানিয়ছেন যে, কতটা স্বচ্ছতা এবারে হয় সেটাই দেখার বিষয়। বছরের পর বছর পরীক্ষা হওয়ার কথা থাকলেও হয়ে ওঠেনি, নানা জটিলতায় আটকে গিয়েছে। নয় বছর পর পরীক্ষা হচ্ছে । যাতে করে স্বচ্ছ ভাবেই পরীক্ষাটি হয় । এবং দ্রুত নিয়োগ যাতে করে সেই আশায় রাখছে তাঁরা।পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকরাও জানাচ্ছেন যে, পরীক্ষা নিচ্ছে সবই ঠিক আছে। কিন্তু নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করা হয় । সেই আশা প্রকাশ করেছেন তাঁরা । নয় বছর পর হচ্ছে পরীক্ষা । স্বচ্ছতা নিয়ে প্রশ্ন একটা থেকেই যাচ্ছে । এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে দেখতে পাওয়া যাচ্ছে । যদিও শেষপর্যন্ত নিয়োগ কবে হয় এখন সেটাই দেখার। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।