- Home
- West Bengal
- West Bengal News
- শীতের কাঁটায় জবুথবু বাংলা, ভরা পৌষে আর কতটা নামবে পারদ? রইল বিরাট আপডেট
শীতের কাঁটায় জবুথবু বাংলা, ভরা পৌষে আর কতটা নামবে পারদ? রইল বিরাট আপডেট
Kolkata Winter Forecast: ভরা পৌষে ভরপুর শীতের আমেজ। একেবারে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে বাংলায়। কতদিন থাকবে এইরকম আবহাওয়া? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

কলকাতার আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, নতুন বছরের শুরু থেকেই শীতের ঝোড়ো ব্যাটিং জারি রয়েছে দক্ষিণবঙ্গজুড়ে। উত্তর থেকে দক্ষিণ—রাজ্যের সর্বত্রই এখন জাঁকিয়ে শীত। আর এরই মাঝে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন সিস্টেম ঘিরে ঘনাচ্ছে উদ্বেগের মেঘ। একদিকে পারদ পতন, অন্যদিকে সাগরে নিম্নচাপ—এই জোড়া ফলায় কার্যত জবুথবু অবস্থা রাজ্যবাসীর।
কলকাতার তাপমাত্রা
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা গতকালের থেকে সামান্য অর্থাৎ ০.১ ডিগ্রি বেড়ে দাঁড়িয়েছে ১০.৩ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ৩.৬ ডিগ্রি সেলসিয়াস কম। তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ৭ ডিগ্রি কমে মাত্র ১৮.০ ডিগ্রিতে নেমে আসায় পরিস্থিতি ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। রোদের তেজ না থাকায় দিনভর "কোল্ড ডে" পরিস্থিতি বজায় থাকছে মহানগরে। বাতাসে আর্দ্রতা ৯৮% হওয়ায় ঘন কুয়াশায় ঢেকেছে শহর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
কোল্ড ডে-র কবলে একাধিক জেলা। দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও শীতের দাপট অব্যাহত। পশ্চিমের জেলাগুলোতে পারদ নেমেছে ৯ ডিগ্রিরও অনেক নিচে। শৈত্যপ্রবাহ: পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। কুয়াশা: আগামী ৩ দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভোরের দিকে মাঝারি থেকে ঘন কুয়াশার সতর্কতা দেওয়া হয়েছে।
নিম্নচাপের প্রভাব
বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের গতি প্রকৃতির ওপর নজর রাখা হচ্ছে, যা আগামী সপ্তাহে আবহাওয়ার মোড় ঘুরিয়ে দিতে পারে। গত ২৪ ঘণ্টায় রাজ্যের দক্ষিণবঙ্গের মধ্যে শীতলতম স্থান ছিল শ্রীনিকেতন ও সিউড়ি, যেখানে পারদ নেমেছিল ৬.২ ডিগ্রি সেলসিয়াসে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের পরিস্থিতি আরও সঙ্গিন। পাহাড়ে যেমন তুষারপাতের সম্ভাবনা বাড়ছে, সমতলে তেমনই কুয়াশার দাপট। দার্জিলিং: তাপমাত্রা ১.৫ ডিগ্রিতে নামায় হাড়কাঁপানো ঠান্ডা পাহাড়ে। তুষারপাতের সম্ভাবনা রয়েছে। শীতল দিন: জলপাইগুড়ি, কোচবিহার এবং দুই দিনাজপুরে 'কোল্ড ডে' বা চরম শীতল দিনের সতর্কতা জারি করা হয়েছে। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করছে দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে।বৃষ্টির পূর্বাভাস: উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।

