- Home
- West Bengal
- West Bengal News
- Weather Update: কমবে জ্বালাপোড়া গরম? রবিবাসরীয় বিকেলে ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস
Weather Update: কমবে জ্বালাপোড়া গরম? রবিবাসরীয় বিকেলে ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস
রবিবার বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর। নেপথ্যে উত্তর প্রদেশ ও পূর্ব বাংলাদেশের দিকে থাকা ঘূর্ণিঝড়। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি নামবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে? চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া (Weather Today)।

এবছর গরমের মাত্রা যেমন রেকর্ড ভাঙছে তেমনি বঙ্গবাসীকে সাময়িক স্বস্তি দিতে ত্রাতা রূপে হাজির হচ্ছে কালবৈশাখী সাথে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি।
তবে রবিবার, সকাল থেকেই ভ্যাপসা গরম অনুভূত হবে। রোদের তেজ কম থাকবে তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
যদিও দুপুর থেকেই আকাশে আংশিক মেঘের আনাগোনা দেখা যাবে। বিকেলের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।
হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে রবিবার কলকাতা সহ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে। কোনো কোনো জেলায় কালবৈশাখীর পরিস্থিতিও তৈরি হবে। পাশাপাশি বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে।
শেষ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ৪০ থেকে ৫০ কিমি বেগে হাওয়া চলবে। এরইসঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বীরভূম ও উত্তর ২৪ পরগণা জেলায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে।
এছাড়া পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া সাথে বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে।
সোমবার সপ্তাহের প্রথম দিনেও ঝড়বৃষ্টির পূর্বাভাস বজায় থাকছে। আলিপুর আবহাওয়া দফতরের মতে, দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে বজ্রপাত হতে পারে।
দক্ষিণের মত উত্তরবঙ্গেও দুর্যোগপূর্ণ আবহাওয়া জারি থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিসে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস।
শেষ রিপোর্ট অনুযায়ী ৪০ থেকে ৫০ কিমি বেগে হাওয়া চলবে। একইসাথে মালদা, উত্তর দিনাজপুর ও জেলায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে।
এছাড়া দার্জিলিং, কালিম্পঙ, কোচবিহার, আলিপুরদুয়ার ও দক্ষিণ দিনাজপুরের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সাথে হওয়ার গতিবেগ ৪০ কিমি পর্যন্ত যেতে পারে।

