- Home
- West Bengal
- West Bengal News
- Weather Update: গরম থেকে মিলবে মুক্তি, কালবৈশাখীর পূর্বাভাস, জেনে নিন কবে হবে বৃষ্টি?
Weather Update: গরম থেকে মিলবে মুক্তি, কালবৈশাখীর পূর্বাভাস, জেনে নিন কবে হবে বৃষ্টি?
কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ শুক্রবার থেকে বৃষ্টি শুরু হবে। ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি হবে এবং তাপমাত্রা কমবে। নদীয়া, মুর্শিদাবাদে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে।

গত কয়েকদিন ধরে গরমে নাজেহাল অবস্থা সকলের। তাপমাত্রা ক্রমেই বেড়ে চলেছে।
এবার এই জ্বালাপোড়া গরম থেকে মিলবে মুক্তি। আজ শুক্রবার থেকে কলকতা সহ দক্ষিণের জেলায় হবে বৃষ্টি।
হওয়া অফিস থেকে জানিয়েছে, বৃহস্পতিবারের পর থেকে কলকাতা-সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই কমবেশি বৃষ্টি হবে।
আজ বইতে পারে ঘন্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমবে। এমনই জানাল হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গে সপ্তাহ জুড়ে আছে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার পর্যন্ত যে গরম থাকবে তা আগেই জানিয়েছিল হাওয়া অফিস।
সে যাই হোক, এবার গরম থেকে মিলব। আজ কালবৈশাখীর মতো পরিস্থিত থাকবে নদীয়া, মুর্শিদাবাদে। ৬০ থেকে ৭০ কিমি প্রতি ঘন্টা বেগে বইবে ঝোড়ো হাওয়া।
আজ কালবৈশাখীর পরিবেশ তৈরি হতে পারে। তেমনই বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা আছে। ঝড় ও বৃষ্টি হবে কলকাতা সহ সব জেলায়।
শনি ও রবিতেও হবে বৃষ্টি। বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে।
আজ শহরের তাপমাত্রা সর্বোচ্চ থাকবে ৩৬ ডিগ্রি আর সর্বনিম্ন থাকবে ২৯ ডিগ্রি।
তেননই আজ উত্তবঙ্গেও হবে বৃষ্টি। দার্জিলিং থেকে মালদহ -সহ পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আজ। বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হবে বৃষ্টি।

