- Home
- West Bengal
- West Bengal News
- ভাদ্রর শেষে বৃষ্টির ঝোড়়ো ইনিংস! মৌসুমি অক্ষরেখা বুধবার থেকে পাল্টে দেবে বঙ্গের আবহাওয়া
ভাদ্রর শেষে বৃষ্টির ঝোড়়ো ইনিংস! মৌসুমি অক্ষরেখা বুধবার থেকে পাল্টে দেবে বঙ্গের আবহাওয়া
ভ্যাপসা গরমে অতিষ্ট দক্ষিণবঙ্গের বাসিন্দারা। কখনও প্রখর রোদ, কখনও আবার মেঘলা আকাশ। কিন্তু দিনভরই থাকছে অস্বস্তি। মৌসুমি অক্ষরেখার প্রভাবে বুধবার থেকেই হাওয়া বদল বঙ্গে।

প্যাচপ্য়াচে ভাদ্র
ভ্যাপসা গরমে অতিষ্ট দক্ষিণবঙ্গের বাসিন্দারা। কখনও প্রখর রোদ, কখনও আবার মেঘলা আকাশ। কিন্তু দিনভরই থাকছে অস্বস্তি। হাঁসফাঁস করা গরম সকাল থেকে রাত পর্যন্ত। কিন্তু এই অস্বস্তি কাটবে বলেই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। ভাদ্র মাস মাসেই প্য়াচপ্যাচে আবহাওয়া। গরম আর বৃষ্টি সবই একসঙ্গে চলে। কিন্তু আর কতদিন এই পরিস্থিতি থাকবে - তাই নিয়েই পূর্বাভাস দিল হাওয়া অফিস।
মৌসুমি অক্ষরেখা সক্রিয়
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস বঙ্গের ওপর ফের সক্রিয় মৌসুমি অক্ষরেখা। যার কারণে বুধবার থেকেই বদলে যাবে আবহাওয়া। ৮টি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে দমকা হাওয়া।
বৃষ্টির পূর্বাভাস
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হবে দুই বর্ধমান, দুই ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া ও বাঁকুড়ায়। একই সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। আবহাওয়া দফতর ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করেছে।
কলকাতায় বৃষ্টি!
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতাতেও। বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কলকাতার আবহাওয়া
আজ কলকাতার সর্বোচ্চ তামপাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ ও কাল বৃষ্টির কোনও সতর্কতা নেই। বৃহস্পিতবার ও শুক্রবার ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গে বৃষ্টি
উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। বুধবার আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির সতর্কতা। বাকি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সহ সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবারও এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার পর্যন্ত টানা বৃষ্টি হতে পারে।

