- Home
- West Bengal
- West Bengal News
- নিম্নচাপ ঢুকে পড়ল ওড়িশায়, এবার পুজোয় কি বাড়বে বৃষ্টি? এক ক্লিকে জেনে নিন বিস্তারিত
নিম্নচাপ ঢুকে পড়ল ওড়িশায়, এবার পুজোয় কি বাড়বে বৃষ্টি? এক ক্লিকে জেনে নিন বিস্তারিত
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপটি ওড়িশা উপকূল অতিক্রম করেছে এবং ছত্তিশগঢ়ের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে আজ, শনিবারে দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও, আগামীকাল ষষ্ঠী থেকে বৃষ্টির পরিমাণ কমবে।

পুজোর সময় কেমন আবহাওয়া থাকবে তা নিয়ে চিন্তায় সকলে। আবহাওয়ার কথা মাথায় রেখে কেউ শুরু করে দিয়েছেন পুজো পরিক্রমা। আজ এল বিরাট আপডেট। জানা যাচ্ছে, নিম্নচাপ ঢুকে পড়ল ওড়িশায়। তবে কি এবার পুজোয় হবে বৃষ্টি? জেনে নিন বিস্তারিত।
সর্বশেষ আপডেট অনুসারে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের অবস্থিত নিম্নচাপটি দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করেছে। দক্ষিণ ওড়িসা- উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের উত্তর পশ্চিম ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপটি গত ৬ ঘন্টা ধরে ১২ কিমি প্রতি ঘন্টা বেগে প্রায় পশ্চিম দিকে অগ্রসর হয়েছে।
আজ ভারতীয় সময় ভোর ৪.৩০ মিনিটে গোপালপুরের কাছে ১৯.৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৫.০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের কাছাকাছি দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করেছে। এটি দক্ষিণ ওড়িশা ও ছত্তিশগড় জুড়ে প্রায় পশ্চিম দিকে অগ্রসর বতে পারে এবং পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে ধীরে ধীরে দুর্বল হয়ে একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে।
জানা যাচ্ছে, ক্রমশ ছত্তীশগঢ়ের দিকে এগিয়ে যাবে এই নিম্নচাপ। আগামীকাল অর্থাৎ ষষ্ঠী থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। টানা বৃষ্টি হবে না। তেমনই ষষ্ঠী, সপ্তমী ও অষ্টমীতে রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
তবে, আজ শনিবার ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গে বইবে দমকা হাওয়া। বিকেল পর্যন্ত উপকূলে ঝোড়ো হাওযা বইবে। রবিবারেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে

