Weather News: হু হু করে পারদ পতন, কলকাতায় আরও ঠাণ্ডা পড়ার পূর্বাভাস
- FB
- TW
- Linkdin
ঝঞ্ঝার মেঘ কেটে যেতেই শহরে চলে এসেছে শীতের আমেজ। বাড়িতে বাড়িতে বেরিয়ে পড়েছে জ্যাকেট, লেপ, কম্বল, আর টেবিলে পৌঁছে গেছে ধোঁয়া ওঠা কফির কাপ।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এখনই শেষ নয়, বঙ্গে এখনও বহুদূর গড়াতে পারে শীতের ইনিংস। আগামী ২ দিনে রাতের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।
কলকাতায় রবিবার সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ১৪ ডিগ্রির কাছাকাছি, সর্বোচ্চ থাকতে পারে ২৬ ডিগ্রির আশেপাশে। গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই পুরু কুয়াশা দেখা যাচ্ছে, আগামি কয়েকদিন আবহাওয়া তেমনই চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
হু হু করে বঙ্গে ঢুকছে উত্তর-পশ্চিমী বাতাস, যার প্রভাবে আবহাওয়ার পরিবর্তন অব্যাহত থাকবে। পারদ আরও নামার ইঙ্গিত রয়েছে। শীতের আমেজ অনেকটাই বাড়বে। কলকাতা টু দার্জিলিং, সর্বত্র জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে।
এবছর শীতের শুরু থেকেই বরফ পড়তে শুরু করেছে শৈলশহর দার্জিলিং-এ। পাশাপাশি পার্বত্য জেলা কালিম্পং-ও বরফাবৃত।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃহস্পতিবার থেকেই পার্বত্য বঙ্গে কনকনে শীতের দাপট শুরু হয়ে গেছে, পাশাপাশি প্রবল বেগে বইছে ঝোড়ো হাওয়া। তার কারণেই, দার্জিলিং সহ সমগ্র পার্বত্য এলাকাগুলিতে বরফ পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার থেকে উত্তরবঙ্গে তাপমাত্রার পতন ঘটবে আরও। কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যেতে পারে মাইনাস ১০-১২ ডিগ্রিতে। মঙ্গল-বুধবার পাহাড়ের একাধিক এলাকা চলে যেতে পারে হিমাঙ্কের নীচে।