- Home
- West Bengal
- West Bengal News
- Weather Update: ফের নিম্নচাপের আশঙ্কা, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভাসবে বঙ্গ, জেনে নিন বিস্তারিত
Weather Update: ফের নিম্নচাপের আশঙ্কা, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভাসবে বঙ্গ, জেনে নিন বিস্তারিত
পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে নিম্নচাপ তৈরি হচ্ছে যার ফলে দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা। বঙ্গোপসাগরে সক্রিয় ঘূর্ণাবর্তের জেরে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে।

জুলাই মাস থেকে চলছে বৃষ্টি। গোটা অগাস্ট জুড়ে হয়েছে বৃষ্টি। শেষ ২ দিন ধরে আবহাওয়ার পরিবর্তন দেখা যাচ্ছে। এরই মাঝে ফের এল বৃষ্টির খবর। জানা গিয়েছে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে তৈরি হচ্ছে নিম্নচাপ। এর প্রভাবে আগামীকাল মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে।
সূত্রের খবর, বঙ্গোপসাগরে উত্তর ওডিশা উপকূলে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। মঙ্গলবার এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। এর জেরে ফের হবে বৃষ্টি।
মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে থাকার কারণে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে যেতে বারন করা হয়েছে মৎস্যজীবীদের।
পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে আবার তৈরি হচ্ছে নিম্নচাপ। এর প্রভাবে আগামী ফের হবে বৃষ্টি। আজ সোমবার আকাশ পরিষ্কার থাকলেও কাল থেকে শুরু হবে বৃষ্টি। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হবে। পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া পূর্ব বর্ধমান, হুগলি, এবং হাওড়ায় হবে বৃষ্টি।
বুধবার ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ বৃষ্টি হবে দক্ষিণের জেলায়। সব জেলাতেই হবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি। ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে হাওয়া। তেমনই কলকাতাতেও কাল থেকে বাড়বে বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া সংলগ্ন এলাকায় হবে বৃষ্টি। বৃহস্পতিবার পর্যন্ত চলবে বৃষ্টি।

