- Home
- West Bengal
- Kolkata
- দুর্গা কার্নিভালের প্রস্তুতি তুঙ্গে, দেখুন ৫ অক্টোবর কলকাতার কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রিত হবে
দুর্গা কার্নিভালের প্রস্তুতি তুঙ্গে, দেখুন ৫ অক্টোবর কলকাতার কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রিত হবে
Durga Puja Carnival 2025: দুর্গাপুজো শেষ। এবার প্রস্তুতি শুরু হয়েছে কার্নিভালের। অন্যান্য বছরের মত এবারও দুর্গা পুজো কার্নিভাল অনুষ্ঠিত হবে রেডরোডে। সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দুর্গা পুজো শেষ
চলতি বছর দুর্গা পুজো শেষ। যদিও এখনও সব প্রতিমা নিরঞ্জন হয়নই। প্রথা মেনে বাড়ির প্রতিমা অধিকাংশই নিরঞ্জন হয়েথে। কিন্তু ক্লাবের প্রতিমা এখনও বাকি রয়েছে। গতকাল, বৃহস্পতিবার ছিল দশমী। সকাল থেকেই ভিড় ছিল গঙ্গার ঘাটে। আজও তেমনই থাকবে ছবিটা। আজও অনেক প্রতিমা নিরঞ্জন হবে।
পুজো শেষ কার্নিভালের প্রস্তুতি
দুর্গাপুজো শেষ। এবার প্রস্তুতি শুরু হয়েছে কার্নিভালের। অন্যান্য বছরের মত এবারও দুর্গা পুজো কার্নিভাল অনুষ্ঠিত হবে রেডরোডে। সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যান্যবারের এবারও দুর্গা পুজোর কার্নিভালে থাকবেন বিদেশি অতিথিরা। থাকবেন রাজ্যের মানুষও। কার্নিভালের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করছে কলকাতা পুলিশ।
কার্নিভালের দিন-
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় নেতাজি ইন্ডোরে পুজোর অনুদান ঘোষণার দিনই কার্নিভালের দিনের কথা ঘোষণা করেছিলেন। সেই অনুযায়ী এবার কার্নিভাল অনুষ্ঠিত হবে আগামী ৫ অক্টোবর, রবিবার। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সেই দিন বৃষ্টি কিছুটা কম হবে। তাই আশা করা যায় কার্নিভাল নির্বিঘ্নেই কাটবে।
কার্নিভালের সময়
কলকাতা পুলিশ সূত্রের খবর দুপুর ২টো থেকে শুরু হবে দুর্গা পুজো কার্নিভাল। মূলত রেড রোডেই এই কার্নিভাল হবে। কিন্তু তারজন্য বেশ কয়েকটি রাস্তার যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে রবিবার, দুপুর ১২টা -৩টে পর্যন্ত এজেসি বোস রোড, নিউ রোড, লাভার্স লেন- দিয়ে পণ্যবাহী গাড়ি যেতে দেওয়া হবে না। দুপুর ৩টের পর ৯ সেপ্টেম্বরের নির্দেশিকা অনুযায়ী মালবাহী গাড়ি চলাচল করবে।
বাকি রাস্তা
কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুপুর ২টো থেকে কার্নিভালের শেষ পর্যন্ত হেস্টিংস ক্রসিং থেকে লাভার্স লেন পর্যন্ত খিদিরপুর রোড, জওহরলাল নেহরু ক্রসিং থেকে মেয়ো রোজ, রেড রোড- সহ একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
গাড়ি পার্কিং-এর ব্যবস্থা
দুপুর ১২টা থেকে পার্কিং করা যাবেচৌরঙ্গি রোড, জওহরলাল নেহরু রোড, ক্যাথিড্রাল রোড, কুইনসওয়ে, মেয়ো রোড, স্ট্র্যান্ড রোড, আরএন মুখার্জি রোড এবং হেয়ার স্ট্রিটে।
কার্নিভাল নির্বিঘ্নে করতে সক্রিয় কলকাতা পুলিশ। আর সেই কারণে এই কয়েক দিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
কটি ক্লাব অংশ নেবে
২০২৩ সালে দুর্গা পুজো কার্নিভালে ৯০টি পুজো কমিটির প্রতিমা অংশ নিয়েছিল। ২০২৪ সালেই শহরের ৯০টি প্রতিমা অংশ নিয়েছিল। এবারও সেই সংখ্যকই পুজো কমিটি দুর্গা পুজো কার্নিভালে অংশ নেবে বলে জানা গিয়েছে। সঙ্গে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও।

