- Home
- West Bengal
- West Bengal News
- Weather update: বঙ্গোপসাগরে তৈরি হয়েছে তুমুল দুর্যোগ, আজ জেলায় জেলায় হবে ভারী বৃষ্টি
Weather update: বঙ্গোপসাগরে তৈরি হয়েছে তুমুল দুর্যোগ, আজ জেলায় জেলায় হবে ভারী বৃষ্টি
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে তুমুল দুর্যোগ। আবহাওয়া দফতরের খবর অনুসারে, আগামী ২৪ ঘন্টা ভারী বৃষ্টির সম্ভাবনা, ৪ জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।

সকাল থেকেই আকাশের মুখ ভার। কোথাও আবার আকাশ ছেয়ে গিয়েছে কালো মেঘে।
ইতিমধ্যে বর্ষা এসেছে শহরে। বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি। কোথাও এই বৃষ্টির পরিমাণ কম তো কোথাও অত্যাধিক। এরই মাঝে বঙ্গোপসাগতে তৈরি হয়েছে তুমুল দুর্যোগ।
আবহাওয়া দফতরের খবর অনুসারে, ফের বাড়বে বৃষ্টি। আগামী ২৪ ঘন্টা ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ৪ অতি বৃষ্টি হবে দুই ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে। ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতেও।
আজ অতি ভারী বৃষ্টি হবে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমে হতে পারে বৃষ্টি। নিম্নচাপের জেরে উত্তাল থাকবে সমুদ্র।
আজ ৬০ থেকে ৬৫ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া। সে কারণে আজ বুধবার মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আজ বুধবার কলকাতায় আছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ তাপমাত্রা না বাড়লেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
আজ দিনভর দফায় দফায় হবে বৃষ্টি। বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। আজ গোটা দিন বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে।
আজ দিনভর দফায় দফায় হবে বৃষ্টি। বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। আজ গোটা দিন বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে।
আজ শহরের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ২৮ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস। সব মিলিয়ে গরমের অস্বস্তি থাকবে না।
আজ উত্তরবঙ্গের জেলাগুলোতেই ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। সন্ধ্যার দিক থেকে বাড়বে বৃষ্টি। বইবে ঝড়ো হাওয়া। স্থানীয়দের সচেতন থাকার জন্য পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।

