- Home
- West Bengal
- West Bengal News
- Weather News: আবহাওয়ায় সুখবর! শুক্রবার থেকেই সারা বাংলা জুড়ে কনকনে ঠাণ্ডা
Weather News: আবহাওয়ায় সুখবর! শুক্রবার থেকেই সারা বাংলা জুড়ে কনকনে ঠাণ্ডা
ছাতা গুছিয়ে তুলে রাখলেও এবার বের করতে হবে লেপ-কম্বল। কারণ, আজ থেকেই বঙ্গে শুরু কনকনে ঠাণ্ডা।
- FB
- TW
- Linkdin
নিম্নচাপের প্রভাবে একটানা মেঘলা আকাশ, তার সঙ্গে বেশ কয়েক পশলা বৃষ্টি পেয়েছে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গেও বেশ কয়েকটি জেলায় হয়েছে বৃষ্টিপাত।
শুক্রবার থেকে বৃষ্টি কমে যাওয়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। তবে, ছাতা গুছিয়ে তুলে রাখলেও এবার বের করতে হবে লেপ-কম্বল। কারণ, আজ থেকেই বঙ্গে শুরু কনকনে ঠাণ্ডা।
বৃহস্পতিবার রাত থেকেই কনকনে ঠাণ্ডার আমেজ টের পাওয়া যাচ্ছিল। শুক্রবার ভোরবেলা থেকে বৃষ্টি কিছুটা কমে আসার পরেই আরও নেমে গেছে তাপমাত্রার পারদ।
শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেছে প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
আগামি কয়েকদিনে তাপমাত্রার পারদ ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে, দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে বলে জানানো হয়েছে।
সন্ধের পর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি কুয়াশা জমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে, শুক্রবারের পর থেকে আপাতত আর বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আকাশ থাকবে পরিষ্কার ও রৌদ্রোজ্জ্বল।
শুক্রবার উত্তরবঙ্গের আকাশও মেঘলা থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-সহ উত্তরের অধিকাংশ জেলাতেই শুক্রবার হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার থেকে উত্তরবঙ্গেও নেমে যাবে তাপমাত্রার পারদ, ৩-৫ ডিগ্রি কমে যাওয়ার সম্ভাবনা। দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।