- Home
- West Bengal
- West Bengal News
- নবমীর দিন বিকেলেই কালো মেঘে ঢাকল আকাশ, আকাশভাঙা বৃষ্টি শুরু কলকাতা জুড়ে
নবমীর দিন বিকেলেই কালো মেঘে ঢাকল আকাশ, আকাশভাঙা বৃষ্টি শুরু কলকাতা জুড়ে
নবমীর বিকেলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝোড়ো হাওয়া-সহ বৃষ্টি শুরু হওয়ায় পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে বিপাকে পড়েন সাধারণ মানুষ। হাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপের কারণে আগামী দিনেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

বৃষ্টি আশঙ্কা ছিল ষষ্ঠী থেকেই। সে কারণে মহালয়ার পর থেকেই অনেকে সেরে ফেলেছিলেন প্যান্ডেল হপিং। এবার সত্যি হল সেই আশঙ্কা। নবমীর বিকেলে ঘনিয়ে এল রাত। কলকাতা-সহ দক্ষিণের একাধিক জেলায় নামল বৃষ্টি। পুজোয় ঠাকুর দেখতে বেবিয়ে বিপাকে পড়লেন সাধারণ মানুষ। গোটা রাজ্যে জুড়ে জারি হল সতর্কতা।
ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীতে কলকাতা ও দক্ষিণের জেলায় দেখা মেলেনি বৃষ্টির। যদিও অষ্টমীর বিকেলের দিক থেকে পরিবর্তন হতে থাকে আবহাওয়ার। শেষে অষ্টমীতে বিকেলের দিকে কলকাতা-সহ আশপাশের জেলাগুলোতে মাঝারি বৃষ্টি দেখা যায়। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আজ বুধবার নবমীতে নিম্নচাপের শক্তি আরও বাড়বে।
নবমীর সকাল থেকেই কলকাতা-সহ জেলাগুলোতে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলেন সাধারণ মানুষজন। কলকাতার উত্তর ও দক্ষিণের পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়তেই আকাশ ক্রমশ কালো হয়ে যায়। বিকেলের আগেই নামল বৃষ্টি। কলকাতা-সহ আশেপাশের এলাকাগুলোতে ঝোড়ো হাওয়া-সহ বেপরোয়া বৃষ্টি শুরু হয়।
এই বৃষ্টিতে বিধাননগরের নিউটাউন আকন্দ কেশরী সার্বজনীন দুর্গাপুজো মণ্ডপের তোরণের একটি ভেঙে যায়। রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি চারচাকার গাড়ির ওপর বাঁশের তৈরি হোই বিশাল তোড়ন হাওয়ার দাপটে ভেঙে যায়। সারা রাজ্য জুড়ে এমন নানান অঘটন হয় বৃষ্টির কারণে।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কাল অর্থাৎ বৃহস্পতিবার কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা দারি করা হয়েছে। অতি ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে। এই চার জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। তেমনই ভারী বৃষ্টির আশঙ্কা আছে উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও নদিয়ায়।

