- Home
- West Bengal
- West Bengal News
- পুজোর মুখে অ্যাকাউন্টে ঢুকবে প্রায় ৭ হাজার, টাকা দিচ্ছে মমতা সরকার, জেনে নিন কারা পাবেন টাকা
পুজোর মুখে অ্যাকাউন্টে ঢুকবে প্রায় ৭ হাজার, টাকা দিচ্ছে মমতা সরকার, জেনে নিন কারা পাবেন টাকা
মমতা সরকার পুজোর আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য অ্যাড হক বোনাস ঘোষণা করেছে। এই বছর বোনাসের পরিমাণ বাড়িয়ে ৬৮০০ টাকা করা হয়েছে যা সেপ্টেম্বরের মধ্যে অ্যাকাউন্টে ঢুকবে। এছাড়াও, উত্তরবঙ্গের চা শ্রমিকরাও ২০ শতাংশ পুজো বোনাস পাবেন।

উৎসবে মুখে দারুণ খবর। এবার অ্যাকাউন্টে ঢুকবে ৭ হাজার টাকা। টাকা দিচ্ছে মমতা সরকার। এবার পুজোর আগে অ্যাকাউন্টে ঢুকবে প্রায় ৭ হাজার টাকা। এবার বড় ঘোষণা করলেন খোদ মুখ্যমন্ত্রী।
নবান্ন সূত্রে খবর, এই টাকা সেপ্টেম্বর মাসের মধ্যেই পৌঁছাবে অ্যাকাউন্টে। কিছু শর্ত মেনে যদিও দেওয়া হবে টাকা। এই টাকা পাবেন সরারি কর্মীরা। শীঘ্রই মিলবে অ্যাড হক বোনাস। এর পরিমাণ এবার বেড়ে হচ্ছে ৬৮০০ টাকা। এক কথায় প্রায় ৭ হাজার টাকা বলা চলে।
জানা গিয়েছে, অন্তত ছ মাস ধারাবাহিকভাবে চাকরিতে থাকা আবশ্যক। যারা পুরো বছর কাজ করেননি, তাঁদের বোনাস দেওয়া হবে। দৈনিক মজুরি বা চুক্তিভিক্তিক কর্মীরা বাদ থাকছেন না। যদি বছরে অন্তত ১২০ দিন কাজ করে থাকেন তাহলে মিলবে বোনাস।
জানা গিয়েছে, গত বছরের বোনাসের অঙ্ক ছিল ৬ হাজার। যোগ্যতার সীমা ছিল ৪২ হাজার টাকা। চলতি অর্থবছরে বোনাস বেড়েছে ৮০০ টাকা। বেতনসীমা বেড়েছে ২ হাজার টাকা। তবে যারা ২০২৫ সালের ৩১ মার্চ তারিখে কোনও কর্মচারী বেসিক বেতন ও মহার্ঘ ভাতা মিলিয়ে ৪৪ হাজার টাকার কম পেলে তবেই পাবেন বোনাস।
তবে, শুধু সরকারি কর্মীরাই নন। বিভিন্ন শ্রমিক শ্রেণির জন্যও বোনাসের অঙ্ক বাড়ানো হয়েছে। উত্তরবঙ্গের চা শ্রমিকরা এবছর পাবেন ২০ শতাংশ পুজো বোনাস। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, ডুয়ার্স ও তরাই অঞ্চলের সমস্ত শ্রমিকদের বোনাস বাড়ল এবছর।

