- Home
- West Bengal
- West Bengal News
- তাপপ্রবাহে মৃত্যুতে মিলবে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ, বিশেষ ঘোষণা করল মমতা সরকারের
তাপপ্রবাহে মৃত্যুতে মিলবে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ, বিশেষ ঘোষণা করল মমতা সরকারের
পশ্চিমবঙ্গ সরকার তাপপ্রবাহকে প্রাকৃতিক বিপর্যয়ের তালিকাভুক্ত করেছে। এখন থেকে, তাপপ্রবাহজনিত মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট যাচাইয়ের পর দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।

প্রাকৃতিক বিপর্যয়ে সম্পত্তির ক্ষতি থেকে প্রাণ হারানোর মতো খবর আসে প্রায়শই। এমন ঘটনায় সরকারের থেকে মেলে ক্ষতিপূরণ। এবার তাপপ্রবাহকে প্রাকৃতিক বিপর্যয়ের তালিকাভূক্ত করল রাজ্য সরকার। ফলে এবার থেকে রাজ্যে কারও হিটওয়েভ বা তাপপ্রবাহে মৃত্যু হলে রাজ্য সরকার তাঁর পরিবারকে আর্থিক সাহায্য করবে।
সম্প্রতি স্টেট এক্সিকিউটিভ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবান্ন সূত্রে। গত কয়েক বছর ধরেই গরমকালে তাপপ্রবাহ মৃত্যুর খবর আসছে। এর পর এই নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে রাজ্য। অগাস্ট মাসে এই নিয়ে বৈঠক হয় মুখ্যসটিব মনোজ পন্থ। সেই বৈঠকেই তাপপ্রবাহে মৃত্যু হলে আর্থিক সাহায্য প্রদানের কথা ঘোষণা করা হয়।
এবার এই নিয়ে জারি হল বিজ্ঞপ্তি। রাজ্য বিপর্যয় মোকাবিলা এবং সিভিল ডিফেন্স দপ্তর এ বিষয় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, হিট স্ট্রোক বা সান স্ট্রোত রাজ্যে কারও মৃত্যু হলে মৃতের পরিবার দু লক্ষ টাকা পাবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আর্থিক সাহায্য পাওযার ক্ষেত্রে ময়নাতদন্তের রিপোর্ট আবশ্যিক। তা যাচাই করার পরই মিলবে টাকা। এতদিন বজ্রাঘাতে, দুর্ঘটনাবশত অগ্নিকাণ্ড, নৌকোডুবি, গাছ পড়ে, বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যুর ক্ষেত্রে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিত রাজ্য।
শেষ প্রকাশ্যে আসা তথ্য বলছে, এবার থেকে হিট ওয়েভ, নদীভাঙন, ভারী বৃষ্টি, বন্য পশুর আক্রমণ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, জঙ্গলে আগুন, বিষাক্ত প্রাণীর কামড় বা পশুর আক্রমণে মৃত্যু-সহ ১৪ টি ঘটনাকে প্রাকৃতিক বিপর্যয় হিসেব ঘোষণা করল নবান্ন।

