West Bengal News: সম্পত্তি বড় না মা? বেশিরভাগ মানুষই জবাব দেবেন, মা। কিন্তু মালদার চাঁচল থানার অন্তর্গত চড়লমনি গ্রামে সম্পূর্ণ উল্টো ঘটনা দেখা গেল। সম্পত্তি পাওয়ার পরেই মাকে পরিত্যাগ করল ছেলেরা।

DID YOU
KNOW
?
মাকে মারধর ছেলেদের
মালদার চাঁচলে ২ ছেলে ও পুত্রবধূদের বিরুদ্ধে অসহায় মাকে মারধর করার পর বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ।

Malda District News: স্বামী মারা যাওয়ার পর ছেলেদের মধ্যে সম্পত্তি ভাগ করে দিয়ে চরম দুর্দশায় পড়লেন এক পক্ষাঘাতগ্রস্ত বয়স্ক মহিলা। তাঁর অভিযোগ, সম্পত্তি বণ্টনের পর নিজের ছেলেরাই তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। অসহায় ও পক্ষাঘাতে আক্রান্ত ওই মহিলা বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় পুলিশের সাহায্য চেয়ে মালদার চাঁচল থানার দ্বারস্থ হয়েছেন। বুধবার দুপুরে এমনই গুণধর ছেলেদের কীর্তি ধরা পড়ল মালদার চাঁচল থানার অন্তর্গত চড়লমণি গ্রামে। জানা গিয়েছে, পক্ষঘাতে আক্রান্ত বৃদ্ধার নাম রাবিয়া বেওয়া ( ৬৫)। তাঁর বাড়ি চাচল থানার অন্তর্গত চড়লমণি গ্রামে। স্বামী গত হয়েছেন কয়েক বছর আগে। স্বামীর মৃত্যুর পর দুই ছেলের মধ্যে সম্পত্তি বন্টন করে দিয়েছেন ওই মহিলা। নিজের এক ছটা বসতভিটাতে বসতভিটেতে দিন গুজরান করছিলেন তিনি। কিন্তু বড় ছেলে আনোয়ারুল হক ও ছোট ছেলে ইসমাইল হক এবং তাদের স্ত্রীরা এই মহিলাকে দিয়ে এক ছটাক জমি লিখিয়ে নিয়ে সেই জমি বিক্রি করে দিয়েছে। এরপর তারা মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগ।

চলাফেরা করতেও পারেন না মহিলা

পক্ষাঘাতে আক্রান্ত এই মহিলা নিজের চেষ্টায় চলাফেরা করতেও অক্ষম। এমন অবস্থায় ছেলে-বৌমারা বাড়ি থেকে বের করে দেওয়ায় তিনি চরম অসহায় অবস্থায় পড়েছেন। কোনও উপায় না পেয়ে শেষপর্যন্ত তিনি চাঁচল থানার দ্বারস্থ হন। ছেলেদের বিরুদ্ধে নির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

অভিযুক্তদের গ্রেফতার করবে পুলিশ?

অসহায় মাকে মারধরের পর বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে এই মহিলার ছেলেদের গ্রেফতার করা হবে কি না, সে বিষয়ে এখনও কিছু জানায়নি পুলিশ। তবে চাঁচল থানা সূত্রে জানা গিয়েছে, এই অসুস্থ মহিলার চিকিৎসার ব্যবস্থা করা হতে পারে। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।