সংক্ষিপ্ত

বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে একটি অতি গভীর নিম্নচাপ, এর ফলে ৮ ডিসেম্বর পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলায় মেঘলা আকাশ দেখা যাবে। 

বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছে একটি অতি গভীর নিম্নচাপ, এর ফলে ৮ ডিসেম্বর পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলায় মেঘলা আকাশ দেখা যাবে। তবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে আপাতত কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শীতের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে বেশ ভালোই। পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই টের পাওয়া যাচ্ছে বাতাসের হিমেল ভাব। সকালের দিকে কুয়াশাও দেখা যাচ্ছে অনেক জায়গায়।

৮ ডিসেম্বর কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৬.৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, আজকের তাপমাত্রা স্বাভাবিক। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ আজ বেশির দিকেই থাকবে।

অন্যদিকে, উত্তরবঙ্গের শৈলশহর দার্জিলিঙ জেলায় আজ বেশ কমে গেছে তাপমাত্রা। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ৬.৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পং জেলায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ১৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।

বাঁকুড়া ও বর্ধমান জেলায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে (স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম), বুধবার যা ছিল ১৪ ডিগ্রি। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে দাঁড়াতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

দক্ষিণবঙ্গে দক্ষিণ ২৪ পরগণা জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আকাশে আজ কিছুটা মেঘ দেখা যেতে পারে।

আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, চলতি সপ্তাহে পশ্চিমবঙ্গে উত্তর পশ্চিমের শীতল হাওয়ার একটা দাপট চলছে। এর প্রভাবে বৃহস্পতিবার বেশ জমিয়ে ঠান্ডা পড়তে পারে। শুক্রবার, অর্থাৎ ৯ তারিখ থেকে বাতাসে নিম্নচাপের কিছুটা প্রভাব পড়লে এই ঠান্ডাটা একটু কমবে, তখন তাপমাত্রা একটু বাড়বে বলে মনে করা হচ্ছে।


আরও পড়ুন-
অফিস টাইমে অত্যন্ত তাড়াহুড়ো করে গাড়ি চালাচ্ছেন? সাবধান, এক্সপ্রেসওয়েতে ধরা পড়লে তৎক্ষণাৎ বসতে হবে কাউন্সেলিংয়ে
 ভারতে আরও একবার বৃদ্ধি পেতে চলেছে সুদের হার, রেপো রেট বাড়িয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া
‘কোদাল বেলচা’ নিয়ে মদন মিত্রের বিতর্কিত মন্তব্য, শোভনদেবের বিরোধিতার পর কী বললেন কামারহাটির বিধায়ক?