সংক্ষিপ্ত
উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সারাদিনে দেশের কোথায় কী ঘটল? একনজরে দেখে নিন বাংলার বিভিন্ন প্রান্তের খবর।
'আমার দুর্ভাগ্য এখানে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি লাইন করে তৃণমূলের কোনও লোকটা শক্তিশালী তার বাড়িতে পাঠিয়ে দিচ্ছে', নাম না করেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসনের অফিসে তল্লাশি চালিয়েছিল আয়কর দফতর। সোমবার মুর্শিদাবাদের জনসভায় দাঁড়িয়ে সেই ঘটনার তীব্র নিন্দা করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি তৃণমূলের জাতীয় মুখপাত্র সতেক গোখলের গ্রেফতারি নিয়েও তীব্র সমালোচনা করেন তিনি।
ও মা-মাটি-মানুষের লোক', অরিজিৎ সিংহের প্রশংসায় পঞ্চমুখ মমতা বন্দ্যোপাধ্যায়। বিতর্কের জট কাটিয়ে সোমবার সাগরদিঘির সভায় দাঁড়িয়ে অরিজিৎ সিং-এর ভূয়োসী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,'অরিজিৎ মুর্শিদাবাদের ছেলে। খুব ভালো গান করে। ও সারা বিশ্বের গর্ব। জঙ্গিপুরে মেডিক্যাল কলেজ হাসপাতাল গড়তে চায়। আমি মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলছি, তুমি করো রাজ্য সরকার সব রকমের সাহায্য করবে।' তিনি আরও বলেন,'ওঁ একটা মা-মাটি-মানুষের লোক। কোনও অহঙ্কার নেই। ওঁর গুণই ওঁর অলঙ্কার।
বিস্তারিত - 'ও মা-মাটি-মানুষের লোক', অরিজিৎ সিংহের প্রশংসায় পঞ্চমুখ মমতা বন্দ্যোপাধ্যায়
এদিকে হাই কোর্টে আইনজীবীদের বিক্ষোভের ঘটনার তদন্তের শুরুতেই ঠোকাঠুকি লাগল দিল্লি-কলকাতার। দিল্লি থেকে তদন্ত করতে আসা ভারতীয় বার কাউন্সিলের প্রতিনিধিদের বৈঠকে ঢুকতে দেওয়া হল না বাংলার বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেবকে বলে অভিযোগ। দুপুর ১২টা নাগাদ ভারতীয় বার কাউন্সিলের প্রতিনিধিরা রেজিস্ট্রার জেনারেলের ঘরে বৈঠক করতে ঢুকলে সেখানে ঢুকে যান অশোকও এবং বাধা পান।
ফের আবারও ১০০ দিলের কাজ প্রকল্প নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের সাগরদিঘিতে প্রশাসনিক পর্যালোচনার সভায় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন MGNREGA প্রকল্পেরজন্য পশ্চিমবঙ্গ কেন্দ্রের কাছ ৬ হাজার কোটি টাকা পায়। তিনি বলেন MGNREGA প্রকল্প বাস্তবায়নে এই রাজ্য এক নম্বর হওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গ কেন এই ধরনের বৈষম্যের সম্মুখীন হচ্ছে? আমরা কোনও কেন্দ্রীয় সহায়তা ছাড়াই এই প্রকল্পটি চালাচ্ছি।' তাঁর দাবি কেন্দ্র তাঁকে শাস্তি দেওয়ার জন্য এই কাজ করছে। কিন্তু কেন্দ্রের এই পদক্ষেপে এই রাজ্যের সাধারণ মানুষ,কৃষক, ছাত্র-ছাত্রী , গবীর মানুষ সমস্যায় পড়েছেন।
বিস্তারিত - ১০০ দিনের কাজের টাকা নিয়ে বৈষম্যের রাজনীতি হচ্ছে, মুর্শিদাবাদে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ মমতার
বিরোধীরা গ্রামে এলে মানুষ চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেবে, প্রকাশ্য সভামঞ্চ থেকে এমনটাই মন্তব্য করলেন তৃণমূল নেত্রী। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের ‘গ্রামে চলো’ কর্মসূচির মঞ্চ থেকে ব্লক তৃণমূল নেত্রী সুজাতার এরূপ মন্তব্যের পর শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা। তাঁর মন্তব্যের পরিপ্রেক্ষিতে সরব হয়েছে বিজেপিও।
বিস্তারিত - বিরোধীদের চোখে ‘লঙ্কার গুঁড়ো’ মন্তব্যে উত্তাল মালদহের রাজনীতি, তৃণমূল নেত্রীর হুঁশিয়ারির পালটা তোপ বিজেপিরও
ভারতের প্রাচীনতম হাইকোর্টের একটি প্যালেন ১৯৫১ সালে দায়ের হওয়া দেশের সবথেকে প্রাচীন মামলাটি বন্ধ করে দেওয়া সিদ্ধান্ত নিয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধানবিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের জন্মও এই মামলা দায়ের হওযার ১০ বছর পরে। দেশের প্রাচীনতম মামলাটি হল বহরমপুর ব্যাঙ্ক লিমিটেডের মামলা।ন্যাশানাল জুডিশিয়াল ডেটা গ্রিড অনুযায়ী ৯ জানুয়ারি পর্যস্ত ভারতের যে কোনও আদালতে শুনানি হওয়া এটি হল সবথেকে পুরনো মামলা।
বিস্তারিত - দেশের সবথেকে পুরনো মামলা নিয়ে সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের, মামলার বয়স ৭২ বছর
দার্জিলিং পুরসভা দখল করল অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। অন্যদিকে পুরসভার চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণই করল না অজয় এডওয়ার্ডয়ের হামরো পার্টি ও বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা। ফলত অনিত থাপার জয় একরকমভাবে নিশ্চিতই ছিল। তবে এই নির্বাচনকে কেন্দ্র করে যথেষ্ট আশঙ্কা তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে। গড় রক্ষা করতে কতটা সক্রিয় হতে পারে অজয় এডওয়ার্ড, বিমল গুরুং ও বিনয় তামাং জোট সে বিষয় আশঙ্কা প্রকাশ করেছিল অনেকেই। কিন্তু প্রত্যাশিত ভাবেই নিজের দাপট বজায় রাখল অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা।
বিস্তারিত - গড় ধরে রাখতে পারলেন না অজয় এডওয়ার্ড ও বিমল গুরুং, অনিত থাপার দলের হাতেই দার্জিলিং পুরসভা
আগামী পাঁচ দিন শীতের আমেজ থাকবে বলেও জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর হাওয়া অফিসের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে। কোথাও কোথাও হালকা কুয়াশার সম্ভাবনা থাকছে। ১৭ জানুয়ারি রাত্রিবেলা ও ১৮ জানুয়ারি সকালের দিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রাতের তাপমাত্রা গত ২৪ ঘন্টায় কিছুটা কমেছে । আগামী ২৪ ঘণ্টায় এই তাপমাত্রার কোনো হেরফের হবে না।
বিস্তারিত - আবার কি জাঁকিয়ে শীত পড়বে রাজ্যে? তিন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস
বুধবার মেঘালয় যাবের মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছর এই রাজ্যে বিধানসভা নির্বাচন। কিন্তু তার আগেই দলে ভাঙন শুরু হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে দলীয় কর্মীদের মনোবল বাড়াতে আগামী আবারও উত্তর-পূর্বের এই রাজ্য সফর করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৮ জানুয়ারি তিনি মেন্দিপাথর জেলায় একটি জনসভা করবেন বলেও রবিবার দলের পক্ষ থেকে জানান হয়েছে। মমতার বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই সফরে উপস্থিত থাকবেন জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন।
বিস্তারিত - অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে আবারও মেঘালয়ে যাচ্ছে মমতা, বুধবার রয়েছে তৃণমূলের জনসভা
লালন শেখের অস্বাভাবিক মৃত্যুর জন্য সিবিআই কর্তাদের দায়ি করেছে কেন্দ্রীয় তদন্তারী সংস্থা। আর এই ঘটনায় দুই সিবিআই কর্তা-সহ চার জনকে রবরখাস্ত করা হয়েছে। সিবিআই সূত্রের খবর লালন শেখের মৃত্যুর সময় চারজনই রামপুরহাটের সিবিআই - এর অস্থায়ী ক্যাম্পের দায়িত্বে ছিলেন সোমবার তাদের সাসপেন্ড করা হয়।
বিস্তারিত - বগটুই গণহত্যায় মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যুতে গাফিলতির অভিযোগ, দুই সিবিআই অফিসার-সহ সাসপেন্ড ৪