পৌষ মাসের মাঝামাঝি সময়ে দক্ষিণবঙ্গে শীতের আমেজ কার্যত নেই। সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে স্বাভাবিক আবহাওয়া নেই। কবে আবার তাপমাত্রা কমবে, সেই অপেক্ষায় দক্ষিণবঙ্গের বাসিন্দারা।

পাহাড়ে যাঁরা বেড়াতে যাচ্ছেন তাঁদের জন্য সুখবর। দার্জিলিং, কালিম্পঙে বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে যাঁরা সান্দাকফু যাচ্ছেন, তাঁরা তুষারপাতের আনন্দ উপভোগ করার সুযোগ পেতে পারেন। দার্জিলিং, কালিম্পঙের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, কোচবিহারে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার ও রবিবার মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমানে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে আকাশ মেঘলা থাকলেও, বৃষ্টির পূর্বাভাস নেই। শনিবার সকাল থেকে কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে সেভাবে রোদের দেখা পাওয়া যায়নি। দিনের বেলা চড়া রোদ উঠলে তারপর রাতে তাপমাত্রা কমতে পারে। সেই আশাতেই দিন গুনছেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা। তাঁদের আশা পূরণ হতে পারে।

বৃষ্টির ফলে তাপমাত্রা কমবে?

এখন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি। শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকায় শীতের আমেজ নেই। তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। সেক্ষেত্রে নতুন ইংরাজি বছরের শুরুতেই দক্ষিণবঙ্গের বাসিন্দারা শীতের আমেজ ফিরে পেতে পারেন।

দক্ষিণবঙ্গে কুয়াশার পূর্বাভাস

দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির পূর্বাভাস না থাকলেও, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভোরের দিকে হাল্কা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভোরবেলা এবং রাতে কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

আর ক'দিনের মধ্যেই শুরু স্নো-ফল দেশ জুড়ে? ভয়াবহ ঠান্ডার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

এবার তুষারপাত হবে ভারতবর্ষ জুড়ে? শীত নিয়ে ভয়াবহ আপডেট দিল আবহাওয়া দফতর

আর কয়েক দিনের মধ্যেই কলকাতায় পড়বে বরফ! তাপমাত্রা নামবে মাইনাসে? কী বলছে আবহাওয়া দফতর