- Home
- West Bengal
- West Bengal News
- Weather Update: মঙ্গলবারের দুর্যোগের পর আজ বুধবারেও কি হবে বৃষ্টি? রইল আবহাওয়ার আপডেট
Weather Update: মঙ্গলবারের দুর্যোগের পর আজ বুধবারেও কি হবে বৃষ্টি? রইল আবহাওয়ার আপডেট
সোমবারের ভারী বৃষ্টির পর বুধবার ভারী বর্ষণের সম্ভাবনা নেই। তবে, উত্তর পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।

সোমবার রাতভর টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা ও শহকতলি। দুর্যোগের জেরে অচল হয়েগিয়েছিল জনজীবন। সারা কলকাতা জুড়ে ভিন্ন স্থানে জমেছিল জল। কোথাও এক কোমড় তো কোথাও জল ছিল তারও বেশি। মঙ্গলবার সেভাবে বৃষ্টি না হলেও সারাদিন ছিল মেঘলা। মঙ্গলের পর জেনে নিন আজ বুধবার কেমন থাকবে আবহাওয়া।
হাওয়া অফিস সূত্রের খবর, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ আজ বুধবার কোনও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, বৃষ্টি যে একেবারে হবে না তা নয়। হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। হালকা থেকে মাঝারি বৃষ্টিক সম্ভাবনা আছে আজ বুধবার। তেমনই আজ বইতে পারে ঝোড়ো হাওয়া। আজ শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল রয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় সেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের ওপর অবস্থান করেছিল। সঙ্গে ওই এলাকায় একটি ঘূর্ণিঝড় সক্রিয় ছিল।
আগামী ১২ ঘন্টা এই ঘূর্ণাবর্তের স্থান পরিবর্তনের সম্ভাবনা নেই। তাই আজ শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে।
তবে উত্তরবঙ্গের চিত্র একেবারে আলাদা। উত্তরের কোনও জেলাতেই আগামী ২৪ ঘন্টা ভারী বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বালকা বৃষ্টি হতে পারে। তবে, উত্তরবঙ্গে কোনও সতর্কতা জারি করেনি হাওয়া অফিস।

