আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। মোদীর সিকিম সফর না করার জন্য তাঁকে ভয় পাচ্ছেন বলে কটাক্ষ করেছেন এবং 'অপারেশন সিঁদুর' নিয়েও প্রশ্ন তুলেছেন।

বৃহস্পতিবার আলিপুরদুয়ারে এক জনসভা থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুরেই নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেন এবং দুপুর সাড়ে ৩টায় তিনি সাংবাদিক বৈঠক শুরু করেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন, “এত বড় বড় কথা বলেন, ভাবলাম অন্তত সেনাদের সম্মান জানাতে আসবেন। কিন্তু সিকিমে তো গেলেনই না—ভয় পাচ্ছেন নাকি? বিদেশে তো ঘুরে বেড়াতে কোনও বাধা ছিল না। সেনাবাহিনীর কাজের প্রচার হওয়া উচিত। এখনও পর্যন্ত জঙ্গিদের ধরা যাচ্ছে না কেন? সবটাই লোক দেখানো।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতে একাধিকবার প্রধানমন্ত্রীকে ‘বন্ধু’ বলে উল্লেখ করেছেন। সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন, “আপনি এত বড় নেতা, অথচ আমেরিকার নাম এলেই চুপ করে যান!”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এক সময় নিজেকে চা-ওয়ালা বলে পরিচয় দিতেন, তারপর বললেন তিনি পাহারাদার। আর এখন কি সিঁদুর বিক্রি করতে নেমেছেন?”

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, “ মোদী কেন নিজের স্ত্রীকে সিঁদুর পরাচ্ছেন না? প্রত্যেক মহিলা তাঁর স্বামীর থেকে সিঁদুর নেন। মা বোনেদের সিঁদুর এভাবে বেচা যায় না। রাজনৈতিক ভাবে আকর্ষণীয় করতেই নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর।”