- Home
- West Bengal
- West Bengal News
- এবার থেকে মিলবে সরকারি প্রকল্পের কাজের পুঙ্খানুপুঙ্খ তথ্য, শুরু হয়ে গেল পোর্টাল
এবার থেকে মিলবে সরকারি প্রকল্পের কাজের পুঙ্খানুপুঙ্খ তথ্য, শুরু হয়ে গেল পোর্টাল
মমতা সরকারের প্রকল্পগুলির অগ্রগতি নজরে রাখতে নবান্ন চালু করলো ইউনিফায়েড প্রোজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখন থেকে সমস্ত প্রকল্পের প্রতিদিনের খতিয়ান দিতে হবে এই পোর্টালে, যা ২০২৬-এর নির্বাচনের আগে সরকারের ইতিবাচক ভাবমূর্তি গড়তে সাহায্য করবে।
- FB
- TW
- Linkdin
)
মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে নানান প্রকল্প চালু করেছে। নানা ভাতা চালু করেছে। যার দ্বারা উপকৃত হচ্ছেন লক্ষ লক্ষ মানুষ।
এবার এই সকল প্রকল্পের কাজের কতটা আগ্রগতি হল তা সারাক্ষণ নজর রাখতে চায় নবান্ন। এই লক্ষ্যে তৈরি হল ইউনিফায়েড প্রোজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম।
এতদিন পর্যন্ত পূর্ত, জনস্বাস্থ্য কারিগরি, সেচ, জলসম্পদ, কেএমডিএম এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের অধীন সমস্ত প্রকল্পের তথ্য এই পোর্টালে দেওয়া হত।
এবার থেকে বদল হল নিয়ম। এবার থেকে সমস্ত প্রকল্পের প্রতিদিন খতিয়ান দিতে হবে। রাজ্য সরকার ইতিমধ্যেই নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, দ্রুত সে কাজ শেষ করতে হবে।
মঙ্গলবার থেকে শুরু হয়ে গিয়েছে এই পোর্টাল। এই নিয়ে বিশেষ মন্তব্য করা হয়েছে সরকারে পক্ষ থেকে।
এই নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, প্রকল্পের শুরু থেকে শেষ পর্যন্ত গতিশীলতা বজায় রাখতেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
আনুষ্ঠানিক ভাবে চন্দ্রিমা না বললেও প্রশাসন এবং শাসকদলের অনেকেরই বক্তব্য, ২০২৬ সালের বিধানসভা ভোট মাথায় রেখেই এই পদক্ষেপ।
এই নিয়ে রাজ্য সরকারের প্রথম সারির আধিকারিকরা জানান, গ্রামীণ বাংলায় সরকারের কাজ যাতে দ্রুত হয়, মানুষের কাছে সরকার সম্পর্কে যাতে ইতিবাচক বার্তা যায় তারই চেষ্টা চলছে।
ভোটের আগে নয়া পদক্ষেপ নিল সরকার। চালু করল পোর্টাল।
বর্তমান সরকারের সকল কাজের উল্লেখ থাকবে এই পোর্টালে। যেখান থেকে সাধারণ মানুষও তথ্য সংগ্রহ করতে পারেন।