- Home
- West Bengal
- West Bengal News
- দণ্ডী কেটে কেদারনাথ যাত্রা বাদুড়িয়ার তরুণের, কেন এই কঠোর পরিশ্রম দেখুন ছবিতে
দণ্ডী কেটে কেদারনাথ যাত্রা বাদুড়িয়ার তরুণের, কেন এই কঠোর পরিশ্রম দেখুন ছবিতে
মনস্কামনা পূর্ণ হয়েছে তাই তো এই ঝড় জল বৃষ্টির মধ্যে দণ্ডী কেটে কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা করলেন উত্তর চব্বিশ পরগনা যুবক যুবক। প্রায় দু- হাজার কিলোমিটার পথ অতিক্রম করবেন তরুণ।

কঠিন কঠোর ব্রত। পায়ে হেঁটে নয়, দণ্ডী কেটেই বাদুড়িয়া থেকে কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন উত্তর ২৪ পরগনার এক তরুণ।
পরিবার পরিজন ছেড়ে একমাত্র ব্যাগ , জাতীয় পাতাকা ও শিবঠাকুরের একটি ছুবি আঁকা ধ্বজা নিয়েই যাত্রা শুরু করলেন।
দণ্ডী কেটেই ১,৩১২ কিলোমিটার যাত্রা করবেন বলেই মনস্থির করেছেন। সেই অনুযায়ী এদিন ভরা বর্ষাতেই যাত্রা শুরু করেছেন।
উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুড়িয়া থানার কেওসা এলাকার বাসিন্দা বছর ৩৫ এর যুবক শম্ভু কাহার নিয়েছেন এই কঠিন ও কঠোর ব্রত।
যাত্রা শুরুর সময় আত্মীয় পরিজন তাঁর সঙ্গে ছিলেন। শম্ভুকে শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু এই টুকুই। যাত্রাপথের বাকিটা একাই বুঝে নিতে হবে শম্ভুকে।
বাবা হতে পারছিলেন না পর পর দুই পুত্র সন্তান জন্মের সঙ্গে সঙ্গেই মারা যায়। এরপরেই কেদারনাথের বাবা ভোলানাথের কাছে শম্ভু মনত করেন সুস্থভাবে যদি তার সন্তানের জন্ম হয় তাহলে তিনি দন্ডিকেটে কেদারনাথে বাবার মন্দিরে পৌঁছে পুজো দেবেন।
পরবর্তীতে দেখা যায় বাবার দয়ায় প্রথমে পুত্র সন্তান লাভ করেন পরবর্তীতে তার একটি কন্যা সন্তান হয়।
ঠিক তারপরে যেমন কথা তেমন কাজ চলতি মাসে বাদুড়িয়া থানার কেওশা এলাকার নিজের বাড়ি থেকে দন্ডি কেটে যাত্রা শুরু করলেন কেদারনাথের উদ্দেশ্যে
এদিন শম্ভু যখন গোবরডাঙ্গা থানার বড়পোল এলাকা থেকে দণ্ডি কেঁটে একটু একটু করে কেদারনাথের উদ্দেশ্য এগিয়ে যাচ্ছেন ঠিক তখন আমাদের ক্যামেরায় ধরা পড়ে এই বিরল দৃশ্য
প্রবল বৃষ্টিতে স্থানীয়রা শম্ভু কাহারের পাশে দাঁড়ায়। তারা শম্ভর এই কঠিন পথ চলার পাথেয় হয়েই শুভেচ্ছা জানায়।
শম্ভু জানিয়েছে এই ভাবে দণ্ডী কেটে কেটে কেদারনাথ যেতে তার প্রায় দুই বছর লাগবে।
দুই বছর কঠোর পরিশ্রম করে তবেই পৌঁছাবেন শিবঠাকুরের চরমতীর্থ কেদারনাথে। সেখানে পুজো দেওয়ার ইচ্ছে রয়েছে তার।

