সংক্ষিপ্ত
নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, ২০২৩ সালের এপ্রিল-মে মাসে রাজ্যে পঞ্চায়েত ভোট হওয়ার কথা। তবে সেই ভোট এগিয়ে আসবে বলে সরকারের কেউ কেউ ইঙ্গিত দেন।
২০২২-এর ডিসেম্বর মাসে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের সম্ভাবনা নেই। নির্বাচন হতে পারে আগামী বছর জানুয়ারি মাসের শেষ কিংবা ফেব্রুয়ারি মাসের শুরুতে। এমনটাই জানাচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। কমিশনের মতে, কোনও কোনও মহল ডিসেম্বরে পঞ্চায়েত ভোট হওয়ার কথা জানালেও, তা সম্ভব নয়। এর পিছনে আইনগত কিছু সমস্যা রয়েছে। কমিশন সূত্রে খবর, বর্তমানে আসন পুনর্বিন্যাস এবং সংরক্ষণের কাজ চলছে। এই কাজ শেষ হবে সেপ্টেম্বরে। যদিও সরকারি ভাবে এখনও অবধি পঞ্চায়েত ভোটের সম্ভাব্য দিনক্ষণ নিয়ে কোনও ঘোষণা হয়নি।
রাজ্য নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, ২০২৩ সালের এপ্রিল-মে মাসে রাজ্যে পঞ্চায়েত ভোট হওয়ার কথা। তবে সেই ভোট এগিয়ে আসবে বলে সরকারের কেউ কেউ ইঙ্গিত দেন। ডিসেম্বরে ভোট করানো হতে পারে বলেও শোনা যায়। কমিশনের বক্তব্য, ডিসেম্বরে ভোট হওয়ার সম্ভাবনা কার্যত নেই। ‘‘আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে জেলাগুলিকে আসন পুনর্বিন্যাসের কাজ শেষ করতে বলা হয়েছে। ১৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে আসন সংরক্ষণের কাজ। তার পর আবার খতিয়ে দেখার কাজ শুরু হবে। তা ছাড়া নিয়ম অনুযায়ী আসন পুনর্বিন্যাসের ন্যূনতম ৭৫ দিন এবং সংরক্ষণের ৯০ দিন পর নির্বাচন করা যেতে পারে। ফলে পুরো প্রক্রিয়াটি শেষ হতে হতে ডিসেম্বর হয়ে যাবে। এ ছাড়া আরও বাড়তি কিছু সময় প্রয়োজন। তাই সে সময় ভোট করানো কার্যত অসম্ভব’’, জানিয়েছেন নির্বাচন কমিশনের এক আধিকারিক।
ওই আধিকারিক আরও জানিয়েছেন যে, নির্দিষ্ট সময়সীমার পর জানুয়ারিতে ভোটের চূড়ান্ত দিনক্ষণ নিয়ে ভাবনা-চিন্তা করা হতে পারে। এমনকি ওই মাসেই ভোটের বিজ্ঞপ্তি জারি করতে হবে। তবেই ফেব্রুয়ারিতে ত্রি-স্তর পঞ্চায়েত ভোট হতে পারে। আবার প্রশাসনের এক কর্তা বলছেন, ‘‘ফেব্রুয়ারিতে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা রয়েছে। ভোট এবং পরীক্ষা একই মাসে দু’টি করানো নিয়েও ভাবতে হবে।’’
আরও পড়ুন-
কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতার কারণেই কি বন্ধ হল ‘আয় তবে সহচরী’?
‘সন্ধ্যা রায়, মুনমুন সেন, মিমি, নুসরত, সায়ন্তিকা, সায়নী, জুনরা লুটেপুটে খাচ্ছে’, শালবনির শ্রীকান্তর মন্তব্যে
পথ দুর্ঘটনায় মৃত তৃণমূল কাউন্সিলর রাম পেয়ারে রামের ছেলে, সারবোঝাই লরি উলটে দুমড়েমুচড়ে গেল ছোট গাড়ি