উঁচাই-এর প্রথম পোস্টার শেয়ার করে ইনস্টাগ্রামে আপ্লুত অমিতাভ বচ্চন
বিগ বি শেয়ার করলেন তার আসন্ন ছবি উঁচাই-এর ফার্স্ট লুক। ছবিটির প্রযোজনায় রয়েছে রাজশ্রী প্রোডাকশন। ছবিতে বোমান ইরানি, অনুপম খের, নীনা গুপ্তা, সারিকা, নাফিসা আলি সোধি ড্যানি ডেনজোংপা এবং পরিণীতি চোপড়ার সঙ্গে দেখা যাবে অমিতাভ বচ্চনকে।