অনুব্রতর সম্পত্তির খোঁজে এবার বোলপুরের জমি রেজিস্ট্রি অফিসে সিবিআই, চালকলের মালিকানা নিয়েও চলল জিজ্ঞাসাবাদ
Aug 23 2022, 01:18 PM ISTমঙ্গলবার সকালে বোলপুরের নেতাকি মার্কেটে জমি রেজিস্ট্রি অফিসে পৌঁছয় সিবিআই আধিকারিকরা। নামে বেনামে অনুব্রত মণ্ডল, তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল ও অনুব্রত ঘনিষ্ঠদের ঠিক সম্পত্তির পরিমাণ ঠিক কত সেই সমস্ত তথ্য জানতে চাওয়া হয় বোলপুরের জমি রেজিস্ট্রি অফিসের কাছে।