শুভেন্দু অধিকারীকে তো গ্রেফতার করা হয়নি: অনুব্রতর পক্ষে সহানুভূতিশীল সৌগত রায়
অনুব্রতর প্রতি সহানুভূতি রেখে সৌগতর অভিমত, "অসুস্থতার কারণেই সে সিবিআইয়ের কাছে হাজিরা দিতে পারছিল না। একটা অসুস্থ লোককে এইভাবে জোর করে নিয়ে যাওয়া ঠিক নয়।” কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করে তাঁর মন্তব্য, “এখন একটা কথা চলছে, নরেন্দ্র মোদীর যুগ ভাই, ইডি আর সিবিআই।”