পার্থ 'বান্ধবী' অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্য়াটে 'যখের ধনের সন্ধান', ওয়াড্রোব, শৌচাগার থেকে উদ্ধার ২৯ কোটি টাকা
Jul 28 2022, 08:17 AM ISTঅর্পিতা মুখোপাধ্যায়ের কলকাতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল ২১ কোটি টাকা। সেই মূল্যকেও ছাড়িয়ে গেল অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট। তদন্ত সংস্থার সূত্রের খবর অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু সম্পত্তির নথি, গুরুত্বপূর্ণ নথি ও প্রচুর বাতিল নোট।