দেবতা এক- তাঁকে যেভাবে ইচ্ছে ডাকুন সাড়া দেবে- এমনই থিম নিয়ে হাজির হচ্ছে মেছুয়াবাজার সর্বজনীন
Sep 09 2022, 07:02 PM ISTমেছুয়াবাজার সার্বজনীন পুজো কমিটির উদ্য়োক্তাদের কথায়, চলতি বছর তাঁরা হিন্দুধর্মের সব আরাধ্য দেবতার তুলে ধরতে চেয়েছেন। ধর্মের মধ্য়ে কোনও ভেদাভেদ নেই - এই বার্তাই তারা দিয়েছেন। আর সেই কারণেই মণ্ডপে বিশেষভাবে স্থান পাচ্ছে শিখ, জৈন, বৌদ্ধ ধর্মের প্রতীক।