Rail Agitation Bihar : ‘আমাদের পেটে লাথি মারলে সরকারের ঠাঁই হবে রাস্তায়’, বিহারে হুঙ্কার ছাত্রদের
Jan 28 2022, 02:11 PM ISTবিহারের আন্দোলনকারী ছাত্রদের সাফ জবাব, দেশে বেকারত্বের সংখ্যা এতটাই মারাত্মক জায়গায় পৌঁছেছে যে এই দায় থেকে সরকার হাত ধুয়ে ফেলতে পারে না। এই ভাষাতেই এদিন মোদী সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিহারের আন্দোলনকারী ছাত্রছাত্রীরা।