কমনওয়েলথের আগে দুরন্ত ছন্দে পিভি সিন্ধু, পৌছলেন সিঙ্গাপুর ওপেন সেমি ফাইনালে
Jul 15 2022, 06:31 PM ISTসিঙ্গাপুর ওপেন সুপার ৫০০ (Singapore Open 2022) প্রতিযোগিতায় সেমি ফাইনালে পৌছে গেলেন ভারতীয় তারকা শাটলার পিভি সিন্ধু (PV Sindhu)। কোয়ার্টার ফাইনালে চিনের হান ইউকে ১৭-২১, ২১-১১, ২১-১৯ হারালেন সিন্ধু।