Bank Strike: ব্যাঙ্ক ধর্মঘটের জেরে স্তব্ধ ATM পরিষেবা, রাজ্যে জুড়ে ঘোরতর সমস্যায় গ্রাহকেরা
Dec 16 2021, 04:58 PM ISTবৃহস্পতি ও শুক্রবার এই দুদিনের ধর্মঘটে গোটা দেশের পাশাপাশি বাংলাতেও সমস্ত সরকারি, বেসরকারি ব্যাঙ্কের প্রায় ছয হাজার শাখা ও বারো হাজার এটিএম বন্ধ থাকছে। আর তাতেই চরমে উঠেছে সমস্যা। ধর্মঘটের সরাসরি প্রভাব পড়ল হাওড়ার প্রায় সমস্ত ব্যাঙ্কেই।