'ক্ষমতায় আনা হচ্ছে অযোগ্যদের', কলকাতায় সদর দফতরের সামনে আদি বিজেপির বিক্ষোভ
Apr 21 2022, 08:05 PM ISTহাতে পোস্টার ও প্ল্যাকার্ড নিয়েই বিক্ষোভে সামিল হয়েছিলেন অনেকেই। তাঁদের দাবি, যোগ্যদের সরিয়ে অযোগ্যদের ফের ক্ষমতায় আনা হচ্ছে। এর জেরে দল আরও ডুববে। অযোগ্য রাজ্য নেতৃত্বের জন্য এই পরিস্থিতি।