Yogi Adityanath Videos -

150 Stories
03:48

Purvanchal Expressway: অত্যাধুনিক পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধনে সুলতানপুরে মোদী

Nov 16 2021, 07:10 PM IST
মঙ্গলবার পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধনে মোদী (Narendra Modi)। উত্তরপ্রদেশের সুলতানপুরে ছিল এই অনুষ্ঠান। ৩৪০ কিলোমিটার লম্বা এই এক্সপ্রেসওয়ে। কম সময়েই এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যাবে এই পথে। এর মধ্যে ৭টি ব্রিজ রয়েছে, ৭টি রেলওয়ে ওভারব্রিজ রয়েছে। ১১৪ মাইনর ব্রিজ রয়েছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। এছাড়াও, ২৭১ টি আনডার পাস রেয়েছে এই রাস্তায়। বায়ুসেনার যেকোনও যুদ্ধবিমান জরুরি অবতরণ করতে পারবে এখানে। সাড়ে বাইশ হাজার কোটি টাকায় তৈরি এই এক্সপ্রেসওয়ে। মোদী ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। এদিন মঞ্চে দাঁড়িয়ে মোদী বলেন উত্তরপ্রদেশের উন্নয়নের ক্ষেত্রে এটা একটা বড় পদক্ষেপ, এতে তাঁর নিজের গর্ববোধ হচ্ছে বলেও জানান তিনি। এছাড়াও তিনি বলেন, ‘উত্তরপ্রদেশের ভাগ্যবদল শুরু হয়ে গেছে’। মোদী এও বলেন, ‘বিকাশই যোগী সরকারের লক্ষ্য’।