আজ দ্বিতীয় ম্যাচে নামছে এসসি ইস্টবেঙ্গল প্রতিপক্ষ দল শক্তিশালী মুম্বই সিটি এফসি হার ভুলে জয়ে ফিরতে মরিয়া লাল-হলুদ শিবির অপরদিকে দ্বিতীয় জয় তুলতে চাইছে মুম্বই
• পুরোদমে ডার্বির প্রস্তুতি চলছে ইস্টবেঙ্গল শিবিরে • প্র্যাকটিসে ফুটবলারদের উদ্বুদ্ধ করছেন রবি ফাওলার • বিশ্বমানের গোল করে প্র্যাকটিসে তাক লাগিয়ে দেন তিনি আজ • কোচের দক্ষতায় অবাক ইস্টবেঙ্গল ফুটবলার থেকে শুরু করে সমর্থকরাও