চলতি মাসে গোয়ার পানাজি শহরে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম বিচ কার্নিভাল। ইউনেস্কো ক্রিয়েটিভ সিটিস নেটওয়ার্ক বা UCCN-এর তালিকায় রয়েছে গোয়ার নাম। আর তার ওপর ভিত্তি করেই প্রথমবার গোয়ার মনোরম সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হতে চলেছে বিচ কার্নিভ্যাল। গোয়ার স্থানীয় খাবারই হবে এই বিচ ফেস্টিভ্যালের মূল আকর্ষণ।