সোনা না রূপো, বুধে পাল্লা ভারী কার, জানুন ২২ ও ২৪ ক্যারেটের আজকের দর

Jul 20 2022, 08:58 AM IST

সোনার দাম বাড়া-কমা যেন লেগেই থাকে। একদিকে বাড়ছে তো অন্যদিন কমছে। তবে বেশ কয়েকদিন ধরেই সোনার দাম কমছে। একটা সময়ে ৫০ হাজারের গন্ডি পার করলেও বেশ কিছুদিন ধরেই দাম কমছে সোনার। ফের ভারতীয় বাজারে এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ডের দাম একধাক্কায় অনেকটাই কমেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারে  যেন আগুন লেগেছে। সোমবার থেকেই হু হু করে দাম বেড়েছে খাদ্যদ্রব্য সহ নানা জিনিসের। ফের মধ্যবিত্তের হেঁশেলে আগুন। এবার থেকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনতে আরও বেশি টাকা খরচ হবে সাধারণ মানুষের। দাম বাড়ার কথা শুনেই যেন পকেটে কোপ পড়েছে মধ্যবিত্তের।