পরীক্ষা নিয়ে টেনশন কমবেশি প্রায় সমস্ত শিক্ষার্থীদের মধ্যেই লক্ষ করা যায়। পরীক্ষা নিয়ে চিন্তা বা উদ্বেগ থাকাটা স্বাভাবিক বিষয়। তবে সেই চিন্তা বা উদ্বেগ পরীক্ষার কয়েকদিন আগে থেকে নয় বরং বছরের শুরু থেকে থাকলে প্রস্তুতিতে ঘাটতি থাকে না। পড়াশুনো করলে পরীক্ষা থাকবেই এই দুটি বিষয় একে অপরের পরিপূরক। সেই কারণেই সকল ছাত্রছাত্রীই পরীক্ষায় ভালো ফল কামনা করে, তবে সকলে সাফল্য অর্জন করতে পারে না। এই সাফল্য অর্জন করতে শিক্ষকরা বা গবেষকরা বিভিন্ন পরামর্শ বা কৌশল প্রয়োগের কথা বলেছেন। কিন্তু ভাল রেজাল্ট বা পরীক্ষায় সাফল্য অর্জনের জন্য বিশেষ কিছু কৌশল জানিয়েছে জ্যোতিষশাস্ত্র। জেনে নেওয়া যাক সেই কৌশলগুলি কি কি!
এগুলি ছাড়াও, পড়তে বসার আগেই ইতিবাচক মনোভাব নিয়ে পড়তে বসতে হবে। পরীক্ষার ভয় মন থেকে দূর করতে হবে। সঠিকভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া থাকলে অযথা চিন্তা বা উদ্বেগ না করাই শ্রেয়। এছাড়া সুন্দর হাতের লেখা, পরিষ্কার খাতা দেখতে শিক্ষকরাও পছন্দ করেন যা বেশি নম্বর পেতে সাহায্য করে।