রাখি পূর্নিমা ২০২০, জেনে নিন এই উৎসবের দিন ক্ষণ ও শুভ মুহূর্ত

  • রাখি মানে ভালোবাসার বন্ধন
  • অভিভক্ত বঙ্গে রাখির চল শুরু হয় কবিগুরুর হাত ধরে
  • বঙ্গভঙ্গ রোধে এই রাখি উৎসবের সাহায্য নিয়ে ছিলেন তিনি
  • সেই রাখি উৎসব এখন বঙ্গ জীবনের অঙ্গ

কয়েক দিন পরেই রাখি৷ বিশেষ এই দিনটাই সমস্ত ঝগড়া, খুনসুটি ভুলে ভাই-বোনের সম্পর্কের মধুর দিকটাই গুরুত্ব পায়৷ প্রত্যেক বছর পুজোর আগেই শ্রাবণ মাসে পালিত হয় রাখি বন্ধন উৎসব। রাখি মানেই রক্ষা বন্ধন উৎসব। 

রাখি বন্ধন উৎসবে ভাই-বোন কে রক্ষার প্রতিশ্রুতি এবং বোন ভাইয়ের কল্যাণ কামনায় প্রার্থনা করে থাকেন। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের রদ করতে রবীন্দ্রনাথ ঠাকুর, বাঙালির ঐক্যের দিন হিসেবে একে অপরের হাতে হলুদ সুতো বেঁধে উদযাপিত করা হয় দিনটিকে। তারপর থেকেই এই বিশেষ দিনটিকে রাখি বন্ধনের দিন হিসেবে পালন করার ডাক দেন বিশ্বকবি। 

Latest Videos

এই রাখি বন্ধন উৎসব মূলত ভাই ও বোনের বন্ধন ও একে অপরের প্রতি আরও দায়বদ্ধ হওয়ার দিন। বোনেরা রাখি বেঁধে এবং তাদের ভাইয়ের দীর্ঘায়ু সুখ এবং সমৃদ্ধি কামনা করে। ২০২০ সালের রাখি উৎসব পালিত হবে ইংরেজি তারিখ অনুযায়ী ৩ অগাষ্ট সোমবার।

রাখি বন্ধন অনুষ্ঠানের শুভ মুহুর্ত-  সকাল ০৯ টা বেজে ২৭ মিনিট - রাত ৯ টা বেজে ২৭ মিনিট পর্যন্ত 

রাখি বন্ধনের মুহুর্ত: দুপুর ১ টা বেজে ৪৭ মিনিট থেকে বিকেল ৪ টে বেজে ২৮ মিনিট পর্যন্ত

রাখি বন্ধনের প্রাদোষ মুহুর্ত: সন্ধা ৭ টা বেজে ১০ মিনিট থেকে রাত ৯ টা বেজে ১৭ মিনিট পর্যন্ত।

সেই দিনেই রাখী বন্ধনের রীতিনিতি পালিত হবে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে পূর্ণিমা তিথি পড়ছে ২ অগাস্ট রবিবার।  রাখি বন্ধন উৎসবের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। রাখি বন্ধন জন্য প্রস্তুতি নিচ্ছে ভাইবোনেরা। করোনার ভাইরাস সংক্রমণ এবং লকডাউনের কথা মাথায় রেখে উপহার দেওয়ার জন্য অনলাইন শপিংও করেছেন। কুরিয়ার পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে।

Share this article
click me!

Latest Videos

'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!
Suvendu Adhikari: 'তৃণমূল বাচ্চাদের ট্যাবও খেয়ে ফেলছে' চরম কটাক্ষ শুভেন্দু অধিকারীর
'ট্যাব কেলেঙ্কারিতে মমতা ও আইপ্যাক যুক্ত' বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
ED Raid News: কলকাতায় ফের ইডির দুঃসাহসিক অভিযান! ফাঁস হলো বড় দুর্নীতি, দেখুন
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M