৩১ মার্চ কিছু রাশির দিনের শুরুতেই মিলবে সুখবর, দেখে নিন শুক্রবারের রাশিফল

শুক্রবার সিংহ রাশির জাতক জাতিকাদের অতিরিক্ত কাজের জন্য সারাদিন ঘুরতে হতে পারে। একই সময়ে কুম্ভ ব্যবসায়ীদের সহজে কাউকে বিশ্বাস করা এড়াতে হবে।

 

মেষ –

অফিসে কাজের দ্বায়িত্ব বাড়তে পারে। কারও প্ররোচনায় পা দেবেন না। পরিবারের অশান্তি মিটে যেতে পারে। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে। নিরাপত্তার জন্য চিন্তা বৃদ্ধি পাবে।

 

বৃষ–

অফিসে উন্নতির সুযোগ আসতে পারে। শরীরের ও মনের দিকে কোনও কষ্ট বাড়তে পারে। সঙ্গীর কারনে কোনও খরচ বাড়তে পারে। আজ সামান্য কারনে গৃহবিবাদ দেখা দিতে পারে।

 

মিথুন–

সাহিত্যিকদের মান বৃদ্ধি পাবে। যে কোনও সন্দেহের কারণে বাড়িতে বিবাদের আশঙ্কা। প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি হতে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে।


কর্কট–

জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে। বাড়িতে আগের মতো শান্তি ফিরে আসতে পারে। কোনও মিথ্যা অপবাদ আজ কপালে জুটতে পারে। বাবার জন্য কোনও চিন্তা বৃদ্ধি পেতে পারে।

 

সিংহ–

বাড়িতে কোনও অতিথি আসতে পারে। গ্যাস অম্বলের সমস্যায় ভুগতে পারেন। কৃষি কাজে সাফল্য বাড়তে পারে। আজ আপনার কোনও কাজ স্বীকৃতি লাভ করবে।

 


কন্যা–

গঠনমূলক কোনও কাজের জন্য চিন্তা ভাবনা করতে পারেন। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত হতে পারে। আজ কাজের চাপ বৃদ্ধি পাবে। সমস্যায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।


তুলা–

আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। পাওনা আদায়ের জন্য দিনটি খুব ভাল। আজ সারাদিন ব্যবসা ভাল চলবে কিন্তু পরে জটিলতা আসতে পারে।

 


বৃশ্চিক –

আজ সারাদিন ব্যবসা ভাল চলবে কিন্তু পরে জটিলতা আসতে পারে। গোটা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পরতে পারেন।


ধনু–

বাড়িতে কোনও শুভ সংবাদ আসতে পারে। সেবামূলক কাজের ফলে মনে শান্তি বজায় থাকবে। বাড়িতে সকলে মিলে ঘুরতে যাওয়ার ফলে আনন্দ বৃদ্ধি পাবে।

 

মকর–

বিভিন্ন রোগের উপদ্রব বাড়তে পারে। সঙ্গীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। অনেক দিনের পুরনো ঘুরতে যাওয়ার পরিকল্পনায় বাধা আসতে পারে। শত্রুর দ্বারা ক্ষতির আশঙ্কা রয়েছে।

 

কুম্ভ–

কোনও ভাল কাজের জন্য সাফল্য লাভ পেতে পারে। শরীরিক কষ্ট বাড়তে পারে। ব্যবসার দিকে কোনও মহাজনের সঙ্গে বিবাদ হতে পারে। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি হতে পারে।


মীন–

বন্ধুর জন্য কোনও বিপদ থেকে উদ্ধার হতে পারেন। জ্যোতিষচর্চা থেকে মনে আনন্দ পেতে পারেন। আজ কোনও কারনে আপনার রাগ বৃদ্ধি পেতে পারে। 

05:06Rashifal Today : মকর সংক্রান্তিতে আপানার ভাগ্য কি বলছে? দেখুন আজকের রাশিফল05:40Rashifal Today : এই ৫ রাশির সাবধানতা অবলম্বন করা উচিৎ! দেখুন আজকের রাশিফল05:27Rashifal : রবিবার সারাদিন কেমন কাটবে? দেখুন আজকের ১২টি রাশির রাশিফল08:14১০ জানুয়ারি শুক্রবার সঙ্গীর সঙ্গে ঝামেলা হওয়ার আশঙ্কা, দেখুন আজকের রাশিফল04:53Rashifal Bangla : ৩ রাশিতে উপচে পড়বে ধনসম্পদ! দেখুন বৃহস্পতিবারের রাশিফল05:24Daily Horoscope: ৮ জানুয়ারি বুধবার এই ব্যক্তিদের দিনটি খারাপ যাবে, দেখুন আজকের রাশিফল05:12Daily Horoscope : ৭ জানুয়ারি মঙ্গলবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, দেখুন আজকের রাশিফল05:23Rashifal Bangla : সোমবার কেমন কাটবে? দেখুন আজকের ১২টি রাশির রাশিফল05:27Rashifal Bangla : আজ আপনার ভাগ্য কি বলছে? রবিবারের সম্পূর্ণ রাশিফল, দেখুন05:14শুক্রবার ৩ জানুয়ারি এই ব্যক্তিদের হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে, দেখে নিন আজকের রাশিফল