Published : Sep 06, 2024, 01:34 PM ISTUpdated : Sep 06, 2024, 07:43 PM IST
৭ সেপ্টেম্বর শুরু হবে চতুর্থী। শনিবার থেকে প্রতিষ্ঠা করা হবে গণেশ মূর্তি। বিভিন্ন স্থানে পুজিত হবেন সিদ্ধিদাতা। এবার জেনে নিন পুজোর দিন কী করবেন কী নয়। রইল সঠিক পুজোর পদ্ধতি।
হিন্দু পঞ্জিকা অনুসারে, প্রতিবছর ভাদ্রপদ মাসে শুক্ল পক্ষের চতুর্থী তিথিতে গণেশ চতুর্থী উদযাপন করা হয়। ভাদ্রপদ মাসে গণেশ চতুর্থী থেকে আনন্ত চতুর্দশী পর্যন্ত ভগবান গণেশের পূজা-অর্চনা করা হয়।
212
ভাদ্রপদ মাস ভগবান গণেশকে উৎসর্গ করা হয়। মাসে ভগবান গণেশের পূজা করা অত্যন্ত শুভ। মনের সকল কামনা পূরণ হয় এই দিনে।
312
পঞ্জিকা অনুসারে, ৭ সেপ্টেম্বর গণেশ চতুর্থী পুজো। প্রতিমা প্রতিষ্ঠার শুভ মুহূর্ত সকাল ১১টা ৩ মিনিট থেকে দুপুর ১টা ৩৪ মিনিট পর্যন্ত। শুভ মুহূর্ত ২ ঘন্টা ৩১ মিনিট পর্যন্ত থাকবে।
412
এবছর বাড়ি বা পুজোর স্থলে গণেশের সুন্দর প্রতিমা স্থাপন করুন এবং ভালোভাবে সাজিয়ে পুজো করুন। বাড়ির ইশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব দিকে পুজো করুন।
512
গণেশের পুজোয় লাল রঙে বস্ত্র ব্যবহার করুন। লাল কাপড়ের ওপর মূর্তি প্রতিষ্ঠা করতে পারেন। তেমনই তাঁকে লাল বস্ত্র পরাতে পারেন। তেমনই লাল রঙের ফুল, ফল ও লাল চন্দন ব্যবহার করুন।
612
গণেশ পুজোয় দুর্বা ঘাস, ফুল, প্রদীপ, আগরবতী, চন্দন নিবেদন করুন। তাঁর প্রিয় লাড্ডু ও মোদন ভোগে নিবেদন করুন।
712
পুজোয় দশ দিন ধরে ওম গণ গণপতয়ে নমঃ মন্ত্রের জপ করুন।
812
তেমনই মনে রাখুন ভাঙা প্রতিমা স্থাপন করুন। এটি অশুভ মনে করা হয়। পুজোয় ভুলেও তুলসী ব্যবহার করবেন না।
912
পুজোর দিন উপবাস করুন। পুজো করার সময় মন ও শরীর পরিষ্কার রাখুন। ব্রক্ষ্মচার্য পালন করুন। তামসিক জিনিস ব্যবহার করবেন না।
1012
রাগ, বিতর্ক কিংবা কারও সঙ্গে ঝগড়া করবেন না এই দিন। এতে সিদ্ধিদাতার ক্রোধে পড়তে পারেন।
1112
পুজোর দিন সকালে উঠে পুজোর স্থান পরিষ্কার করে নিন। এবার প্রতিমা গঙ্গাজলে ধুয়ে নিন। তা চন্দন ও ফুল দিয়ে সাজান। ঘি-র প্রদীপ ও ধূপ জালান।
1212
গণেশকে মোদ ও ফল ভোগ দিন। পুজো শেষে আরতি করুন। এবং ওম গণ গণপতয়ে নমঃ মন্ত্র পাঠ করুন।