Lakshmi Puja 2023: পঞ্জিকা মতে কোন সময়ে মা লক্ষ্মীর পুজো করলে পাবেন আশীর্বাদ?

শাস্ত্রে উল্লিখিত রয়েছে যে, মা লক্ষ্মী খুব অল্পেতেই সন্তুষ্ট, কিন্তু উপযুক্ত নিয়মাবলী ও বিধিনিষেধ মেনে দেবীর আরাধনা করতে হয়।

Sahely Sen | Published : Oct 28, 2023 1:57 AM IST

আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা হল লক্ষ্মী পূর্ণিমা বা শারদীয় পূর্ণিমা। জ্যোতিষীদের মতে, এই রাতেই চাঁদ পূর্ণ করে মোট ষোলটি ধাপ। লক্ষ্মী পূর্ণিমার দিনটি ধন-সম্পদের দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য একটি বিশেষ দিন। বিশ্বাস করা হয় যে এই দিনে দেবী লক্ষ্মী রাতের অন্ধকারে পেঁচার পিঠে চড়ে ভ্রমণে বের হন।
 

শ্রী ও ঐশ্বর্যের দেবী হিসেবে ঋক বেদে দেবী লক্ষ্মীর কথা উল্লিখিত আছে। লক্ষ্মী সর্ব সম্পদে সফলা, সকল স্ত্রী ও ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী। তিনি ৬টি গুণের দেবী। বিষ্ণুর শক্তিরও উৎস তিনি। বিষ্ণু রাম ও কৃষ্ণ রূপী অবতার হওয়ার সময় দেবী লক্ষ্মী সীতা ও রাধা রূপে তাঁদের সঙ্গিনী হয়েছিলেন। অপরদিকে, কৃষ্ণের দুই স্ত্রী রুক্মিনী ও সত্যভামাকেও লক্ষ্মীর অবতার মনে করা হয়। 

Latest Videos


লক্ষ্মীর পুজো অধিকাংশ হিন্দু বাড়িতেই আয়োজিত হয়ে থাকে। দীপাবলি ও কোজাগরী পূর্ণিমার দিন তাঁর বিশেষ পূজা হয়। এটি ‘কোজাগরী লক্ষ্মী পূজা’। শাস্ত্রে উল্লিখিত রয়েছে যে, মা লক্ষ্মী খুব অল্পেতেই সন্তুষ্ট, কিন্তু উপযুক্ত নিয়মাবলী ও বিধিনিষেধ মেনে দেবীর আরাধনা করতে হয়।
 

২০২৩ সালে লক্ষ্মী পূর্ণিমার শুভ সময়:

এ বছর শারদ পূর্ণিমা (Lakshmi Puja) রয়েছে ২৮ অক্টোবর শনিবার। ভোট ৪:১৭ মিনিটে শুরু এবং পরের দিন, ২৯ অক্টোবর রবিবার রাত ১: ৫৬ মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি চলবে। এই দিনে চন্দ্রোদয় হবে বিকেল ৫টা ২০ মিনিটে। পঞ্জিকা মতে, লক্ষ্মী পুজোর শুভ সময় রাত্রি ৮:৫২ থেকে ১০:২৯ মিনিট পর্যন্ত, অমৃত যোগের সেরা সময় ১০:২৯ থেকে ১২:০৫ মিনিট এবং সাধারণ সময় ১২:০৫ থেকে ১:৪১ পর্যন্ত। বেণীমাধব শীলের পঞ্জিকা মতে, দেবী লক্ষ্মীর পুজোর শুভ সময় প্রদোষে সন্ধ্যা ঘ ৫। ০ গতে রাত্রি ঘ ৬। ৩৬ মধ্যে। রাত্রিতে কোজাগরকৃত্য।


আরও খবর পেতে চোখ রাখুন আমাদের হোয়াটস অ্যাপ চ্যানেলে: https://whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

বাঁকুড়ার তালডাংরায় নির্বাচনী প্রচারে তৃণমূলকে ঝাঁজাল আক্রমণ সুকান্তর, দেখুন কী বললেন | Sukanta M
Live: তালডাংরায় নির্বাচনী প্রচারে এসে হুঙ্কার সুকান্ত মজুমদারের, দেখুন সরাসরি
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় এবার মাসাই জাতির গল্প! অনন্য থিমে নজর কাড়লো শীতলা তলা জগদ্ধাত্রী পুজো
গেদে সিমান্তে বন্ধ ভিসা! বাংলাদেশ অশান্তিতে বিপাকে ব্যবসায়ীরা! | Nadia News Today
সোমবার থেকে অচল জলপথ! ভেসেল ধর্মঘটে নিত্যযাত্রীদের চরম ভগান্তি! | South 24 Parganas News Today