Shiv Ratri: শিব রাত্রিতে কোন কোন নিয়ম একেবারেই অবহেলা করা উচিত নয়, পুজোর আগে জেনে নিন বিস্তারিত

মাহাত্ম্যপূর্ণ তিথিতে ভগবান ভোলানাথের পুজোয় অবশ্যই কিছু নিয়ম মেনে পুজো করা উচিত।

Sahely Sen | Published : Feb 10, 2024 9:48 AM
110

শিবপুজোর জন্য শ্রেষ্ঠ সময় হিসেবে বিবেচিত হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। ওই তিথিতে মহাশিবরাত্রি পালিত হয় । 

210

চলতি বছরে শিব ও শক্তির মিলন ঘটতে চলেছে ৮ মার্চ, শুক্রবার রাত ৯টা ৫৭ মিনিটে । পুরুষ এবং নারী, সকলেই ওইদিন উপবাস করে মহাদেবের পুজো করতে পারবেন। 

310

চতুর্দশী তিথির শেষ হচ্ছে ৯ মার্চ সন্ধে ৬টা ১৭ মিনিটে। এই মাহাত্ম্যপূর্ণ তিথিতে ভগবান ভোলানাথের পুজোয় অবশ্যই কিছু নিয়ম মেনে পুজো করা উচিত। 

410

রাত্রিবেলা চার প্রহরে মোট ৪ বার পুজো করতে হয়। তবে, চার প্রহরে ৪ বার পুজো করার ক্ষেত্রে যদি কেউ অক্ষম হন, তাহলে প্রথম প্রহরেই পরপর চারবার পুজো করে নেওয়া যেতে পারে।

510

ভগবান শিবের কাছে কখনওই সুগন্ধি শৌখিন ফুল অর্পণ করা উচিত নয়। সাধারণ বনফুলেই তিনি তুষ্ট হন। পুজোর আগে প্রথমেই প্রদীপ জ্বেলে ‘ওম নমঃ শিবায়’ মন্ত্র জপ করতে হবে। 

610

মহাদেবকে রাগী মনোভাবাপন্ন হিসেবে মনে করা হয়। তাই তাঁকে শান্ত করার জন্য ব্যবহার করা হয় মধু। শিবলিঙ্গের ওপরে দুধ ঢালার সময় তার সঙ্গে অবশ্যই কয়েক ফোঁটা মধু মিশিয়ে নেবেন। এতে দেবতা তুষ্ট হবেন। 

710

ওঁ শিবরাত্রিব্রতং দেব পূজাজপরায়ণঃ। করোমি বিধিবদ্দত্তং গৃহাণার্ঘ্যং মহেশ্বর। নম শিবায় নমঃ – এই মন্ত্র পড়ে পুজোর অর্ঘ্য এবং নৈবেদ্য অর্পণ করুন। 

810

প্রথম প্রহরে স্নান করান দুধ দিয়ে । দ্বিতীয় প্রহরে দই দিয়ে। তৃতীয় প্রহরে ঘি দিয়ে স্নান করানোর নিয়ম আছে। চতুর্থ প্রহরে স্নান করাতে হয় মধু দিয়ে। 

910

শিবপুজোর আগে এবং তিথি থাকাকালীন কোনও চালের খাবার খাওয়া উচিত নয়। স্নান করে পরিষ্কার জামাকাপড় পরে দেবতার আরাধনা করুন।

1010

ভগবান শিবকে অর্পিত নৈবেদ্যর মধ্যে বেলপাতা, অর্থাৎ বিল্বপত্র অবশ্যই রাখা উচিত। কথিত আছে যে এই পাতা শিবের মনকে শান্তিতে রাখে এবং মনে শান্তি দেয়।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos