শিবপুজোর জন্য শ্রেষ্ঠ সময় হিসেবে বিবেচিত হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। ওই তিথিতে মহাশিবরাত্রি পালিত হয় ।
চলতি বছরে শিব ও শক্তির মিলন ঘটতে চলেছে ৮ মার্চ, শুক্রবার রাত ৯টা ৫৭ মিনিটে । পুরুষ এবং নারী, সকলেই ওইদিন উপবাস করে মহাদেবের পুজো করতে পারবেন।
চতুর্দশী তিথির শেষ হচ্ছে ৯ মার্চ সন্ধে ৬টা ১৭ মিনিটে। এই মাহাত্ম্যপূর্ণ তিথিতে ভগবান ভোলানাথের পুজোয় অবশ্যই কিছু নিয়ম মেনে পুজো করা উচিত।
রাত্রিবেলা চার প্রহরে মোট ৪ বার পুজো করতে হয়। তবে, চার প্রহরে ৪ বার পুজো করার ক্ষেত্রে যদি কেউ অক্ষম হন, তাহলে প্রথম প্রহরেই পরপর চারবার পুজো করে নেওয়া যেতে পারে।
ভগবান শিবের কাছে কখনওই সুগন্ধি শৌখিন ফুল অর্পণ করা উচিত নয়। সাধারণ বনফুলেই তিনি তুষ্ট হন। পুজোর আগে প্রথমেই প্রদীপ জ্বেলে ‘ওম নমঃ শিবায়’ মন্ত্র জপ করতে হবে।
মহাদেবকে রাগী মনোভাবাপন্ন হিসেবে মনে করা হয়। তাই তাঁকে শান্ত করার জন্য ব্যবহার করা হয় মধু। শিবলিঙ্গের ওপরে দুধ ঢালার সময় তার সঙ্গে অবশ্যই কয়েক ফোঁটা মধু মিশিয়ে নেবেন। এতে দেবতা তুষ্ট হবেন।