নরক চতুর্দশীতে প্রদীপ জ্বালানোর আগে মাথায় রাখুন কয়টি জিনিস, সামান্য ভুলে হতে পারে বিপদ

Published : Nov 10, 2023, 03:29 PM IST
Diwali

সংক্ষিপ্ত

চলতি বছরে ১১ নভেম্বর পড়েছে নরক চতুর্দশী। এই দিন দেবতা যমকে উদ্দেশ্য করে মাটির প্রদীপ জ্বালানো হয়ে থাকে। এই দিন প্রদীপ জ্বালানোর আগে মাথায় রাখুন কয়টি জিনিস।

ধনতেরাস, দিওয়ালি, কালীপুজো, ভাইফোঁটা রয়েছে পর পর উৎস। এই সময় ছোটি দিওয়ালি ও ভূত চতুর্দশী-ও পালিত হয়। কালীপুজোর আগের দিন পালিত হয় ভূত চতুর্দশী। কালীপুজোর দিন রাতে কৃষ্ণপক্ষের ১৪তম দিন অর্থাৎ অমাবস্যার আগের দিন হল ভূত চতুর্দশী। আবার কোথাও পালিত হয় নরম চতুর্দশী দীপাবলি। অনেক জায়গায় নরক চতুর্দশী ছোট দিওয়ালি নামেও পরিচিত। এই দিন উৎসব উত্তর ভারতে বেশি প্রচলিত। এই দিন প্রদীপ জ্বালানো হয় ঘরে ঘরে। খুবই সতর্কতার সঙ্গে পালন করা হয়। চলতি বছরে ১১ নভেম্বর পড়েছে নরক চতুর্দশী। এই দিন দেবতা যমকে উদ্দেশ্য করে মাটির প্রদীপ জ্বালানো হয়ে থাকে। এই দিন প্রদীপ জ্বালানোর আগে মাথায় রাখুন কয়টি জিনিস।

কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই প্রদীপ জ্বালাতে পারেন। সঠিক সময় মাটির প্রদীপ জ্বালান।

প্রদীপ জ্বালানোর আগে স্নান করে নিন। পরিষ্কার কাপড় পরে তবেই প্রদীপ জ্বালান। সম্ভব হলে নতুন কাপড় পরতে পারেন।

শুধুমাত্র বাড়ির বয়স্ক ব্যক্তিই ভগবান যমের উদ্দেশ্যে প্রদীপ জ্বালান। অল্প বয়সী কাউকে দিয়ে প্রদীপ জ্বালাবেন না।

প্রদীপ জ্বালান বাড়ির দক্ষিণ দিকে। অন্য কোনও দিকে এই প্রদীপ রাখতে নেই।

এই বিশেষ দিনে সন্ধ্যায়, প্রদোষ কালের সময় ভগবান যমের জন্য প্রদীপ জ্বালাতে হবে। প্রদোষ শব্দের অর্থ প্রদোষ থেকে এসেছে যার অর্থ পাপ দূর করা বা অন্ধকার দূর করা। তাই এই বিশেষ তিথিতে প্রদীপ জ্বালানো হয়ে থাকে।

কালীপুজোর আগের দিন যমরাজের পুজোর রীতি চলে আসছে বহু যুগ ধরে। তামিলনাড়ু ও কর্ণাটকে বিশেষ করে পালিত হয় এই উৎসব। এই বিশেষ দিনে সঠিক নিয়ম মেনে পুজো না করলে পড়তে পারেন বিপদে। তাই মেনে চলুন এই সকল টিপস।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

আরও পড়ুন

Bhai Phota 2023: ভাইয়ের কপালে ফোঁটা দেবেন কবে? জেনে নিন ভাইফোঁটার শুভ তিথি

৩০ বছর পর বিশেষ যোগ, শনিদেবের আশীর্বাদ পাবেন এই ছয় রাশি, ঘটবে আর্থিক উন্নতি

 

PREV
click me!

Recommended Stories

দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে বৃহস্পতিবার দিনটি, রইল জ্যোতিষ গণনা
Love Horoscope: খুব খারাপ সময়েও সঙ্গীর থেকে মানসিক সমর্থন পাবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল